💔প্রেমের বসন্ত💔
তোফায়েল আহমেদ টুটুল


এই প্রথম, একটি মুখ, লাগল এমন চেনা,
জন্মের পূর্বে বুঝি, প্রেমের দেনা পাওনা।
বুকের ভিতর পড়শি মনে হয় কত চেনা
ছায়া মুর্তি আকছে বসে, যত সব কল্পনা,
ছবি একে রং মেখে, হারিয়ে হয় অচেনা।
কত আপন! সে যে প্রানে, হয়েছে তা জানা,
স্বপ্নের পৃথিবীতে, খুজে ফিরি তার ঠিকানা।
মনের মাঝে শুরু হল প্রেমের আনা গুনা,
মনে পড়ে বার বার তাকে, মন তবু মানেনা।
কেটে যায় রাত দিন, সময় আমার কাটেনা।


কোথায় যে তার বাড়ি? কোথায় তার ঘর?
আড়ালে থেকে, ডাকছে আমায় নিশিভর,
নাম ঠিকনা অজনা, কোন কিছু বলেনা,
লুকিয়ে থাকে, তবুও আমার বুকের ভিতর।
স্বপ্নে আসে সে, ঘুমের ঘরে যখন বিভোর,
জেগে উঠে পাই না, কোন তার খোজ খবর।
দেশ বিদেশে ঘুরি, তাকে শুধু  খোজে মরি,
দেখলামনা আজোও তাকে,মানবি না পরি।
ভালবাসার পাখির মত মনটা থাকে উড়ন্ত,
হৃদয়ে ফাগুনেরর আগুন এলো প্রেমের বসন্ত।