♥♥ শাহী এলান
১৪ই ফেব্রুয়ারী ♥♥
তোফায়েল আহমেদ টুটুল


আসিতেছে আগামী ১৪ ই ফেব্রুয়ারী,
বিশ্ব ভালবাসা দিবস আনন্দের হাড়ি।
যুবক যুবতি সকল, হয়ে য়াও সাবধান,
ভালবাসা হয়ে যাবে, সকলের কুরবান।
মন দিয়ে শুন, ভালবাসার শাহী এলান,
ভালবাসি, ভালবাসব, যতদিন থাকে প্রাণ।
ভালবাসাকে, ভালবেসে হৃদয়ে দিব স্হান,
ভালবাসা কোন পাপ নয় বিধাতার দান।।


যারা কখনো ভালবাসতে জানেনা,
যাদের ভালবাসা, কেউ বিশ্বাস করেনা,
যারা ভালবাসার নামে, করে প্রতারনা,
শুধুমাত্র তারাই দিবসটি, করে উদযাপনা।
প্রেমিক প্রেমিকার মনের সন্দেহ দুর করে,
ভালবাসার মানুষকে ধোকা দিতে পারে,
হাতিয়ার স্বরুপ উপহার প্রদান করে,
ভালবাসার নিখুত অভিনয় যায় করে।


তোমরা কি? ভালবাসার এমন প্রমান দিতে?
১৪ ই ফেব্রুয়ারী যাবে? দিবসটি উদযাপিতে।
বিষাক্ত ছোবলের বিশে, জীবন নষ্ট করতে
মান সম্ভ্রন সব, ভালবাসার ছলনায় হারাতে।
ভালবাসা সারাক্ষন, প্রতিদিন, প্রতিসপ্তাহ,
প্রতিমাস, প্রতিবছর, জীবনের যুগ যুগান্ত।
পাঁজি, পুঁথি বিধানে নাই, ভালবাসার বৃত্তান্ত,
মহাকাল ব্যপি, ইতিহাসে রয়েছে অনন্ত।


ভালবাসা, বাজারের কোন পন্য দ্রব্য নয়,
একদিন গিয়ে জীবনে কিনে আনতে হয়।
ভালবাসার কোন নির্দিষ্ট দিনক্ষন নয়,
কি দরকার? একদিন করে দেখাতে অভিনয়,
ভালবাসা কোন লোক দেখানোর বস্ত নয়,
মানুষের মনের মাঝে ভালবাসার সৃষ্টি হয়।
সবার জীবনে প্রেম ভালবাসা একবার হয়,
পবিত্র সুন্দর সম্মানে চিরকাল মর্যদার জয়।


ভালবাসা মনের গহীসে লুকিয়ে বাস করে,
অনুভুতিঘুলো ব্যকুল হয়ে পাগল করে,
জানেনা কেউ, কখন? কবে? কেমন করে?
কোনদিন যায় সে, কার প্রেমে পড়ে,
প্রথম প্রেমের স্মৃতি রাখে হৃদয়ে ধরে,
বেঁচে থাকে ভালবাসা অন্তরে অন্তরে।
আর নয় ১৪ই ফেব্রুয়ারী পালন করে,
জয় হোক ভালবাসার যুগ যুগ ধরে।