💘বসন্ত ফাগুন💘
তোফায়েল আহমেদ টুটুল


ফুল ফোটেছে ঐ বনে, ফুল ফোটেছে এই মনে,
ফাগুনের আজ প্রথম দিনে, বসন্তের আগমনে।
কৃষ্ণচুড়ার রঙ লেগেছে, প্রকৃতির রুপ যৌবনে,
দখিনা হাওয়া মৃদু বয়ে, মৌমাছিরা গানে গানে।
রাত দুপুরে চুপে চুপে, ডাকব তোমায় কানে কানে,
শেফালি, শিউলি লতা, হাসনা হেনা, বকুলের সনে।


ফাগুনও দোল পূর্ণিমা, ফুলকলিদের আলপনা
মধুরও মাধবী নিশি, মনের গহিনে বসি, যাপনা।
উদাসী দুপুর ক্ষনে, মন ছুটে যায় কার পানে,
সকাল সন্ধ্যা ভাসি, দুই দিগন্ত রঙের প্লাবনে।
আবারও বসন্ত দিল, প্রকৃতির দুয়ারে হানা,
উন্মনা ছিলাম সকলে, তবুও ফাগুন ভুলিল না।


ফুল কুমারি ঘোমটা খোলে, এল বাহিরে,
লাজুক হয়ে, পাঁপড়ি মেলে খোজে সখিরে।
শিশিরের স্পর্শ সুখে, তন্দ্রা কাটে, রাত দুপুরে,
জোসনা রাতে জোনাক, পরি, গল্প দিল জুড়ে
আঁধারে আলো ছায়া, লুকোচুরি খেলা করে,
ওষ্ঠ পুটে হাসি ফোটে, ভোরবেলা গেল ঝরে।


বসন্তের ফাগুন হাওয়া অরণ্য মাতায়,
বৃক্ষের শাখে শাখে, নতুন কুঁড়িরা গজায়।
পত্রযুগোল আলিঙ্গনে, নৃত্য করে বেড়ায়,
ফাগুনের বনে, বৃক্ষে, ফুলে, ফলে, পাতায়।
বাতাসের শব্দে, ডাল পালারা বল পায়,
পাপিয়া বসে দোল খায় মুকুল শাখায়।


কোকিলের গানে মুগ্ধ সব, বসন্তের কালে,
অপেক্ষার প্রহর কাটে, চাতক চাতকি মিলে।
ফুটন্ত গুল বাগিচায়, বুলবুল গাইছে দোলে,
গুনগুনিয়ে ভ্রোমরা শুনায়, গান ফুলে ফুলে।
শিমুল বনে পাখিরা সব, বসেছে ডালে ডালে,
বউ কথা কও, ময়না, শ্যামা ডাকে সুর তোলে।