💘ভালবাসা💘
তোফায়েল আহমেদ টুটুল


কবিতা লিখছে ভালবেসে কবি,
শিল্পী আঁকছে ভালবেসে ছবি,
লেখকের মনে যত আছে ভালবাসা,
প্রবন্ধ উপন্যাস গল্পের ভাষা ।।


গীতিকার লিখছে ভালবেসে গান,
শিল্পীর সুরে সুরে ছুয়ে যায় প্রাণ,
সুরকার সুর করে ভালবাসা দিয়ে,
গান কত জনপ্রিয় শ্রোতাদের নিয়ে।।


আমি কোন কবি নই তোমাদের মাঝে
ভালবাসা বুকে নিয়ে মরি শুধু লাজে
তোমাকে দেবার মত আমার কিছু নাই
আছে শুধু ভালবাসা গ্রহন কর তাই ।।


যৌবনের আগমনে ভাবি মনে মনে,
প্রেম কি?  ভালবাসার হয় কি মানে?
হাসি খুশি খেলাধুলা সবি হল দুর,
বুকের মাঝে বাজিতেছে বিরহের সুর ।।


যাকে দেখি তাকে ভাবি, শুধু সারাক্ষন,
ভালবেসে সে বুঝি, দিবে আমায় মন,
কি চাই?  কি জানি? কিছুই বুঝিনি আমি
ভালবাসি তবুও, যদিও তাকে বলিনি ।।


হয়না জীবনে কেউ, কারো প্রিয়জন,
কখনো! বুঝবেনা অবুঝ এই মন,
কেন এত চাওয়া পাওয়া? শুধু অকারন,
স্বপ্ন যে মরিচিকা বুঝবে কখন?


এত আশা ভালবাসা সবি অভিনয়,
অন্তরে কেঁদে মরে শূন্য হৃদয়,
কত স্বপ্নে সাজানো! লুকোচুরি মন,
পড়ে থাকে ক্লান্ত অসাড় জীবন ।।


ভালবাসা, ভালবাসা, কত মনে বাধে বাসা,
কত ভাবে প্রকাশের, কত জন করে আশা,
হৃদয়ের ব্যকুলতা, জানি, তবু শেষ হয়না,
তাইতো চিরকাল, ভালবাসা রয় অচেনা ।।