✌নারী ও পুরুষ✌
তোফায়েল আহমেদ টুটুল


আল্লাহর প্রতিনিধি সৃষ্টি আদম,
হাওয়া তার সঙ্গিনী জনম জনম।
গন্ধমের অপরাধে দুনিয়ার বুকে,
আদম আর হাওয়া রয়েছে সুখে।
আদম হাওয়ার ভালবাসার দান,
পরোয়ার সাজিয়েছে মানব বাগান।
পাঠায়নি নর একা নারীকে ছাড়া,
ভালবাসার বন্ধন করে একজোড়া।
নারীতে আকর্ষিত পুরুষের মন,
ধন্য তার পৃথিবীর মানব জীবন।


নারী ও পুরুষ নিয়ে স্রষ্টার খেলা,
অহেতুক তর্কে কাটিওনা বেলা।
নারী দোষে পুরুষকে, পুরুষে নারী,
দন্ধের দাবানলে সম্পর্কের আড়ি।
নারী পুরুষ দুটি দেহ, ভিন্ন জীবন,
বাঁচিবার প্রয়োজনে একত্র বন্ধন।
প্রকৃতির নিয়মে হয়, দুজনার টান,
নারী পুরুষ পূর্ণাঙ্গ, হলে এক প্রান।
কি আজব সৃষ্টি? গঠনের দুই রুপ,
যৌবনে নারী পুরুষ, মিলিত সরুপ।


পুরুষের আনন্দ যত, নারীতে রয়,
প্রেম ভালবাসায় পূর্ণ, নারী হৃদয়।
নারীকে পুরুষ চায়, করিতে জয়,
আত্নসমর্পন করা, নারীর পরিচয়।
পুরুষকে বশ করার, শক্তি কি হয়?
শ্রদ্ধা, ভক্তি, করে নারী পায় আশ্রয়।
পুরুষেরা ভালবেসে নারীকে চায়,
দিবসে শক্তি বধু, নিশিতে মধু পায়।
পৃথিবীতে যত নারী, কি পরিচয়?
বাবার রাজকন্যা, রাজার রানী হয়।


নারী পুরুষ দুজনেই বিধাতার গড়া,
মিলে মিশে শান্তিতে বসবাস করা।
নারী বিনা, পুরুষ কভু পায়না জীবন,
মাতৃত্বে পরিপূর্ণ, নারীর ধন্য জীবন।
জয় পরাজয় যত, কারো একা নয়,
সমজোতায় নারী পুরুষ, সুখে দুঃখে রয়।
পৃথিবীতে সাধিত যত, মানব কল্যান,
অর্ধেক পুরুষের, বাকি নারীর অবধান।
নয় কোন বাড়াবাড়ি, নয় গৌরব,
নারী ও পুরুষ এক অভিন্ন মানব।