🌙 জুম্মার দিন 🌙
তোফায়েল আহমেদ টুটুল


মসজিদে যখন, আযান পড়ে জুম্মার দিন,
আল্লাহর স্বরনে চলে এসো, হে! সকল মুমিন।
সুরা জুম্মায়, আল কুরআনে করেছে সাবধান
কেনাবেচা সব বন্ধ, ত্বরা করে হও আগোয়ান।
আল্লাহর অনুগ্রহ কামনায় কর অধিক স্বরণ,
কল্যানেই সফলকাম হবে, শুন যত মুমিনগন।
আল্লাহর নিকট জুম্মার দিন বড় মর্যাদাবান,
উত্তম এই দিনটি মুসলমানদের করছেন দান।


হাদীসে বলে গেছেন, নবী সারোয়ার,
"জুম্মার" দিন সকল দিনের হয় সর্দার।
প্রথম যেজন জুম্মার দিনে মসজিদে যায়,
আল্লাহর রাস্তায় উট কুরবানীর সম নেক পায়।
তারপরে জুম্মার দিনে মসজিদে যারা যায়,
একে একে গরু, ছাগল কুরবানীর নেক পায়।
দুই জুম্মার মাঝে যত, সগীরা গুনাহ হয়,
ক্ষমা করে দেন আল্লাহ, মুসলিম শরিফে রয়।


জুম্মার দিনে মুসলমানদেরর কত ফজিলত,
এই দিনে পরোযার সৃষ্টি করলেন জগত।
জুম্মার দিনে সৃষ্টি করলেন আদম হযরত,
দুনিয়ায় পাঠিয়ে দিলেন করতে হাকিকত,
দুই ঈদের চাইতেও বেশি দিলেন নেয়ামত,
আছে যত মুমিন, মুসলমান, রাসুলের উম্মত।
কত বরকত! কত রহমত! কত নেয়ামত!
জুম্মার দিনেই পৃথিবী ধ্বংস, হবে কেয়ামত।


জুম্মার দিনে প্রতি কদম মসজিদে যেতে,
ফেরেস্তা বান্দার জন্য থাকে মোনাজাতে।
আল্লাহর দরবারে থাকে সুপারিশ করতে,
সুওয়াব লিখে বছর সম সাওম, তাহজ্জুতে।
বান্দার জন্য খোদা তায়ালা দিল জগতে,
শুক্রবারের জুম্মার নামাজ ভরা রহমতে।
মাওলার দরবারে আজ দাড়াই একসাথে,
চলো মুমিন সবাই মিলে, জুম্মার জামাতে।