♣♦♣মন আমার♣♦♣
তোফায়েল আহমেদ টুটুল


মন আমার পাগলা ঘোরা,
স্বপন দেখে আকাশ চুঁড়া।
পাইনি নাগাল হাতের কাছে,
তবুও দেখে বার বার মিছে।
কল্পনার সব রং তুলিতে,
আকতে গিয়ে দিনে রাতে,
এলো মেলো সব হয়ে গেছে,
তবুও আশায় ডাকছে কাছে।।


পায়নি কভু সুখের দোলা,
যতই করে মন, আশার খেলা।
সুখ চাহিতে, সব দুঃখ আসে,
তবুও! মন আমার ভালবাসে।
যত প্রেমের ফুল ফোটালাম,
বিনিময়ে তার কাঁটা পেলাম।
মিথ্যা আশার বালুচরে,
মন যায় তবুও খেলা করে।।


নিরাশ মনে থাকে হতাশা,
পূরন কভু হয়নি, মনের আশা।
তবুও, বারে বারে অবুঝ এই মন,
স্বপ্ন দেখে, কি যেন খুজে সারাক্ষন?
যৌবনের সব ফুল কলিতে,
মিথ্যা আশার স্বপ্ন দিতে,
মনটা কেন জেগে ওঠে?
হাজার রকম ভাবনা জোটে।।


একটাই জীবন, একটাই মন,
ধ্বংস করতে আসে যৌবন।
অচেনা কোন পড়শী খোজে,
সকাল দুপুর সন্ধা, মনের মাঝে।
থাকে, আমার বুকের মধ্যখানে,
বাস করে সে অন্যের সনে।
যত যন্ত্রনার আগুন জ্বালিয়ে,
দেয় আমাকে পথ ভুলিয়ে।।


পাইনি খুজে তার ঠিকানা,
মনের খবর কেউ জানেনা!
লুকোচুরির খেলা যত,
চলছে মনে অবিরত,
মনটা আমার দুষ্ট ভারি,
কেমনে জীবন ধরব পাড়ি।
ভূমিকম্প, ঝড় জলোচ্ছাস,
মনটা করে আমার সর্বনাশ।।


মন আমার জীবন মাঝি,
সব কিছুতেই রাখবে বাজি।
বাঁচা মরা সব, তারি হাতে
থাকতে হবে অপেক্ষাতে।
পাগল হয়ে উদাস বনে,
হারবেনা মন কর্মগুনে।
জয় পরাজয়, সব মনের ভুলে,
আপন মনটা চিনে নিলে।।