💜তুমি আসবে বলে💜
তোফায়েল আহমেদ টুটুল


তুমি আসবে বলে, খুজি আকাশের নীলে,
বাতাসের মিষ্টি গন্ধে গোলাপের ফুলে।
পাপিয়া কুহু কাহা সুরে ফুল কলিদের বলে,
ভ্রমর গুনগুনিয়ে গায় এই বুঝি তুমি এলে।
মনটা আমার নেচে নেচে, আনন্দে দোলে,
মনের মত, আমি তোমায় সাজাবো বলে।
মেঘলা দিনে, মেঘলা এই মন, পেখম খোলে,
নাচি আমি, বৃষ্টির ছন্দে, ময়ুরের তালে তালে।
তুমি আসবে বলে, নিশিতে প্রদীপ জ্বেলে,
তোমারি প্রতিক্ষায় আমি, পৃথিবীটা যাই ভুলে।


উদাস হয়ে ভাবি কত! আসো যদি দিনে,
অপলক দৃষ্টিতে দেখব, শুধু দুটি নয়নে।
সূর্যের উত্তপ্ত রৌদ্রে, ছায়া বাঁশ বাগানে,
বিকালে নদী তীরে, বসে সাদা কাশবনে।
আসন পেতে রেখেছি মনের সিংহাসনে,
তুমি আর আমি, রাজা রাণী প্রজা বিহনে।
ভাললাগা, ভালবসি তৃপ্তি ত্যাগের সাধনে,
উতলা মন, যায় কি বাধা যৌবনের শাসনে?
ভালবাসি তবুও, বুঝিনা প্রেমের কি মানে,
আপন করে বাধি তোমায় মনের গহীনে।


রাতের আধারে ভাবি, তুমি আসবে বলে,
জোনাকিরা দলে দলে দেয় আলো জ্বেলে।
তোমাকে পথের দিশা, দেখিয়ে দিবে বলে,
আকাশে তারাগুলো মিটিমিটি, দেখ জ্বলে!
রাতজাগা পাখিরা সব, গানের সুর তোলে,
নেচে নেচে অলিরা, বসেছে ফুলে ফুলে।
ঝিরি ঝিরি বাতাসে মনের দুয়ার খোলে,
বসে আছি আমি, ভালবসার প্রদীপ জ্বেলে।
একলা বসে ভাবি, তুমি আসবে বলে,
আদো লাজে, আদো ভয়ে, মালা গেঁথে ফুলে।


হৃদয়ে, জমিয়ে রাখা যত কথার মুকুল,
মনের ফাগুনে ফোটে, ভালবাসার ফুল।
তুমি এলে! বেদনার ছলে, পথ করে ভুল,
বিধেছে কাটা বুকে, ঝড়ে গেল সব ফুল।
বিঁষের জ্বালায় ক্ষত বিক্ষত হৃদয়, ব্যকুল,
তোমার চরণ, করিব বরণ, শুকালো বকুল।
অন্ধকারে ঝরে গেছে সব, ভালবাসার ফুল
চকচক দেখে সোনা ভেবেছি পথের ধুল।
কত সাধনার ধন তুমি, পরানের বুলবুল,
উপহার দিয়ে গেল, ব্যথা ভরা আখিজল।