নামাজের গুরুত্ব
তোফায়েল আহমেদ টুটুল


আল্লাহ সৃষ্টি করে পাঠালেন ইনসান,
ইবাদতের জন্য স্বাক্ষী পাক কুরআন।
কালেমা পাঠ করে আনিবে ঈমান,
দুনিয়ার পরিচয়ে হইবে মুসলমান।
আল্লাহর মনোণীত দ্বীন, একমাত্র ইসলাম,
শাহাদাতের বাণী শুনি, মুহাম্মদের নাম।
ফরজ আল্লাহর আইন দিয়েছে বিধান,
নামাজ মানুষের দুনিয়া, আখেরের কল্যাণ।
মুমিন বান্দাগন যখন নামাজে দাড়ান,
রহমতের ফেরেস্তা চায় তাদের কল্যান।


ইসলামের অনুসারী যত মুসলমান,
পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান।
কালেমার পরে এল নামাজের স্হান,
পড় ভাই মুসলমান, হাদীস ও কুরআন।
অবহেলা করে নামায করিও না কাযা,
আখিরাতে মিলবে, তোমার কঠিন সাজা।
নামাজের হিসাব নিবে প্রথম হাশরে,
আলোর প্রদীপ শিখা অন্ধকার কবরে।
আমলনামায়, নেক আমল যত বান্দার
হাশর, মিযান, পুলসিরাত করিবে পার।


শয়তান দিতেছে ধোকা নামাজের সময়,
বান্দা ও কাফেরের মধ্য পার্থক্য নির্ণয়।
ওযু করে মসজিদে দাড়িয়ে নামাজে,
মনটাকে রেখে দিলে দুনিয়ার কাজে,
হারাম আর মন্দ যত, আছে বাজে নেশা,
এই নামাজ হইবে কবুল, কর, কেন আশা?
কুরআনে আছে আয়াত সুরায়ে মাউন,
আল্লাজিনা হুম আন সলাতি হিম ছাহুন।
নামাজে বেখবর মুসলিম কি জানে?
আল্লাহ আফসোছ করেন কুরআনে!


ফজর, যোহর, আসর, মাগরিব এবং ইশা,
আদায় করিবে নামাজ শরিয়তের ভাষা।
বাঁচার জন্য দুনিয়াতে, করবে যত কাজ,
ভুলিবেনা কভু! আদায় করিতে নামাজ।
দুনিয়ার ধান্ধায় ঘুরে নামাজ করে কাজা,
জাহান্নামের আগুনে মিলবে কঠিন সাজা,
জীবনে কত হল পাঁচ ওয়াক্ত নামাজ কাযা,
নামাজি ব্যক্তিগণ যাবে জান্নাতে সোজা।
মানব জীবন দুনিয়াতে, একবারি মিলে,
অবহেলায় দিন ফুড়িয়ে, যাবে কি বিফলে?


নামাজ বেহেস্তের চাবি, হাদীস বুখারি,
আল্লাহর আদেশ নামাজ আদায় করি।
আস সালাতুল মেরাজুল মুমেনিনা,
রাসুলে করিম করেন হাদীসে ঘোষনা।
বান্দা, খোদার সাথে সাক্ষাত নামাজ,
সময় মত নামাজ আদায়, মুমিনের কাজ।
"আকিমুস সালাত" কুরআনের আয়াত,
মহান আল্লাহ করবেন, কবুল মোনাজাত।
সঠিক পথে চলেছে, তোমার প্রিয়জনে,
মোরা গুনাহগার, তুমি মহান কল্যাণে।


হে প্রভু! দেখাও মোদের আলোর পথ সঠিক,
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে দাও তৌফিক।
তোমার প্রিয় রাসুল, নুর মোহাম্মদ হযরত
কবুল কর তুমি মোদের, তাঁহার খাটি উম্মত।
মসজিদের, আযান যখন শুনিতে পাই কানে,
নামাজ আদায়ের জন্য দাড়াতে মনে প্রানে।
দুনিয়া, আখিরাতের শস্যক্ষেত্র রেখে ঈমানে,
প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ নিকট যত মুসলমানে।
জীবনে শুধু করেছি পাপ, করেছি ভুল!
ক্ষমা করে দাও প্রভু, নামাজ কর কবুল।