পুরুষবিহীন
তোফায়েল আহমেদ টুটুল


জগত জুড়ে নারী জানি সৃষ্টি সুখের সন্ধানে,
ভুলে গিয়ে অস্তিত্ব আজ রয়েছে কোন ধ্যানে।
বাদল ঝড়া বৃষ্টির পানি রাখেনা কেউ যতনে,
প্রকৃতিকে সতেজ করে ভালবাসার মিলনে।
কচু পাতার টলমলে পানি নারী কর যত সাজ,
গ্রহণ করেনা কভু তোমায় সুশীল সভ্য সমাজ।
নারী পুরুষ ভিন্ন ধারা ভিন্ন তাদের কর্ম কাজ,
চরিত্রের আদর্শে নারীর থাকিতে হয় লাজ।
বিলাসিতায় মগ্ন থেকে রপচর্চায় উদ্ভাসিত,
কলঙ্কের বদনামে আজ সমাজে আলোচিত।
রুপ যৌবন ক্ষণস্থায়ী বার্ধক্যে হবে বর্জিত,
সম্মানের গৌরব মর্যাদায় কবে হবে ভূষিত।
আনন্দে বৃষ্টিতে ভিজে স্নান করে কতজন,
থেমে গেলে ভাবেনা কেউ তাকে প্রিয়জন।
যত তুমি চেষ্টা কর রাঙ্গাবে স্বপ্নের ভূবন,
পুরুষ বিহীন অস্তিত্ব মিছে কি আছে মুলধন।