পিতামাতার অবহেলা
তোফায়েল আহমেদ টুটুল


সন্তানের মুখে যেন ভাল খাবার জোটে,
দিবা নিশি বেহুশে পিতা উপার্জনে ছুটে।
সম্পদের পাহাড় গড়তে সন্তানের সুখে,
রাখেনি ছেলের খবর নেশা তুলেছ মুখে।
কত স্বপ্ন নিয়ে বাবা ভাবছে নিজের মত,
কলেজ ভার্সিটিতে ছেলে হবে সুশিক্ষিত।


কত কষ্টে সন্তানটাকে জননী পেটে ধরে,
জন্ম দিল পৃথিবীতে দশমাস দশদিন পরে।
শিশুকালে আঘাতে ছুটেছে মায়ের কাছে,
প্রাপ্ত বয়সে সদা মায়ের নিকট বলে মিছে।
কলেজ থেকে ফিরে কখন  মা ছিল চঞ্চল,
দেরী কেন হল বাবা আমাকে একবার বল।


মিথ্যা ফুলঝুড়িতে ভরিয়ে দিল মায়ের মন,
ধমকের সুরে বলে তোমার কেন এত শাসন।
যুবতী মেয়েটা চলনে কেমন সন্দেহজনক,
অশালীন পোশাক দেখে পিছনে ঘুরে যুবক।
মিষ্টি প্রেমের প্রলোভনে করিল সতিত্ব হরণ,
কলঙ্কিত সমাজে আজ হারাল বাঁচার স্বপন।


সকালে বাহির হয়ে রাত্রিতে পিতা ফিরে এল,
সন্তানের স্বাধীণতা আটকাবে কে আছে বল?
আজে বাজে কুপথে গমন গড়েছে বন্ধুর দল,
হাতের কলম ছেড়ে দিয়ে তুলে নিয়েছে পিস্তল।
মিছিল মিটং সভা সমাবেশে দাড়িয়ে রাজপথে,
নষ্ট পথের অভিযাত্রী চড়িল জীবনেরর মহারথে।


আল্লাহর উপহার দুনিয়াতে পায় মানব সন্তান,
সঠিকভাবে গড়ে তোলে পিতামাতা হবে মহান।
জবাবদিহি করতে হবে হাশরে দিন বিচার মাঠে,
পিতামাতা মর্যদাবান সন্তাকে দ্বীনের মন্ত্র পাঠে।
পিতা মাতার ছোট্ট ভুলে সন্তান আজ বিপথে চলে,
দায়িত্ব কর্তব্য অবহেলা সকল সন্তান নষ্টের মূলে।