পাপীর অধিকার
তোফায়েল আহমেদ টুটুল


করিও কবুল অধম পাপীর ফরিয়াদ,
জানিনা করেছি কত গুনাহ অপরাধ।
দরবারে তুলেছি হাত করি মোনাজাত,
ক্ষমা করে দাও প্রভু পাপের নাজাত।
কেরামুন কাতেবিনের ডায়েরীর পাতা,
পাপ পূণ্য লিপিবদ্ধ আমলনামা খাতা।
আদেশ নিষেধ অমান্য করার যোগ্যতা,
তোমার মহিমায় ভবে পেয়েছি ক্ষমতা।


ভালবেসে সৃষ্টি করে পাঠালে এই ভূবনে,
দেখাতো দাওনি কভু রয়েছো গোপনে ।
ভাল মন্দ না বুঝিয়া পাপী হলাম আমি,
তবুও জানি পরকালে সাজা দিবে তুমি ।
আমার কি ক্ষমতা তুমি সর্ব শক্তিমান,
পাপ পূণ্যের হিসাবে শুধু জানি অভিমান।
সব কিছু তুমি কর বানিয়ে আমায় পুতুল,
তবুও জানি বলবে করেছি আমি শুধু ভুল।


কাতরে বিনয় করে ডাকি দয়াল বারে বার,
অধম পাপী কাঙ্গাল তোমার দয়ার ভিক্ষার।
অবহেলা অনাদরে যদি বঞ্চিত হই মহিমার,
রহিম রহমান নামের কলঙ্ক হবে বল কার।
তুমি তাড়িয়ে দিলে কোথায় যাব পরোয়ার,
গুনার বোঝা মাথায় বল কে করবে উদ্ধার।
আশ্রয় দাও হে প্রভু খুলে তোমার রুদ্ধ দ্বার,
দরবারে ক্ষমা পাওয়ার পাপীর অধিকার।