সাজাতে জীবন সুখেরি স্বপন
কত আশার বাসনা
কখনো সাদ মিটেনা
ছেড়ে যাবি তুই ক্ষনিকের ভূবন
ওরে জীবন ওরে জীবন


লোভ লালসা মনের মাঝে
অন্ধ হইলি চুক্ষু বুঝে
ভুল করিলি কথায় কাজে
পাপে ডুবে সকাল সাজে


হায়রে মানুষ হইলি বেহুশ
নিত্য গমন কুপথে
ঠিকানা মরণ রথে
কেন যে তোর হইলনা চেতন
ওরে জীবন ওরে জীবন


জন্ম নিলে হয় মরিতে
এই তো নিয়ম পৃথিবীতে
অনন্তকাল আখেরাতে
অসহায় তুই শূণ্য হাতে


মোহ মায়াতে অবহেলাতে
কাটালে ভবে দিন
শোধ হবে কি তোর ঋণ
পড়বিরে তুই বিপদে তখন
ওরে জীবন ওরে জীবন