অনুসন্ধান
তোফায়েল আহমেদ টুটুল


অতৃপ্ত আশায় সদা অস্থিত্ব বিহীন মানুষের মন,
ঘুরছে মিছে জগত জুড়ে পাইতে প্রভুর দরশণ।
নামাজ রোজা হজ্জ যাকাতে কত আয়োজন,
তুলসী আর গঙ্গার জলে পুঁজিতে রাঙ্গা চরণ।


মুফতী মাওলানা কত খুঁজতে গিয়ে খেল ধোকা,
ভাব সাগরে কুল পাইলনা কুরআন হাদীস ফেকা।
বিশ্বব্যাপী ব্রহ্মময় শুনে কিসে বুঝি বিরাজ তুমি,
কল্পনা কি আসলে ভুল তুমি যে জগতের স্বামী।


নিরাকার সাই রাব্বানা কোন রুপেতে বর্তমান,
আকার সাকার সর্বদা সবখানেই বিরাজমান।
সাধু দরবেশ আল্লাহ খুঁজে মুনী ঋষী ভগবান,
কারো কভু হয়না সাধ্য করিবে যে অনুসন্ধান।