অন্ধ দৃষ্টি
তোফায়েল আহমেদ টুটুল


অনেক আদরের খোকা বাবা মায়ের কোলে,
গর্বে বুক ফুলিয়ে বলি আমাদের এই ছেলে।
মানিক রতন হীরা পান্না সোনার রাজকুমার,
ভাবিনি কখনো চোখে তার নামছে অন্ধকার।
নিভে যাচ্ছে জীবন প্রদীপ হচ্ছে কেবল অন্ধ,
দিবানিশি কোন পথে হাটে বুঝেনা ভাল মন্দ।
নয়নের আলো নিভেছে নেশার রাজ্যে রাজা,
ফেনসিডিল ইয়াবা সুরা সঙ্গে আফিম গাঁজা।


সুন্দর কন্যা আমাদের সাজানো রঙিন পুতুল,
মা লক্ষী সোনার প্রতিমা হাসি আনন্দের ফুল।
রাজকুমারীর বিয়ে দিব রাজপুত্রের মত বর,
খোঁজ রাখেনি কোনদিন তার আজ নিশাচর।
ড্রাগস নিতেছে সকাল সন্ধ্যা অন্ধকারে বসে,
আঁখি মেলে দৃষ্টি দিয়ে দেখেনি চন্দ্র সূর্য হাসে।
সতীত্ব হারিয়ে কলঙ্কিনী সমাজের আড়ালে,
জীবনটা নষ্ট করে দোষ দিচ্ছে আজ কপালে।


আমার সন্তান আপনার সন্তান অন্ধ সমাজে,
কুপথে গমনে কর্ম কান্ড করে আজে বাজে।
আপনি আমি দেখছি সবাই সমাজের দায়,
অন্ধ লোকের দৃষ্টি কি সমাজ দেখতে পায়।
আলো আঁধার সাদা কালো অন্ধের সমান,
বন্ধ নয়নে খুঁজে সমাজের আলোর সন্ধান।
সমাজ কভু কয়না কথা করেনা ধ্বংস সৃষ্টি,
মানুষের অবহেলাতে হয় সমাজের অন্ধ দৃষ্টি।