অদৃশ্য ফাঁসি
তোফায়েল আহমেদ টুটুল


কারাগারে যাবত জীবন দন্ডপ্রাপ্ত আসামী,
নিরন্তর অস্থিত্বের খুঁজে সদা মুক্তিকামী।
যুগ যুগান্ত ধরে বন্দি স্বাধীনতার জীবন,
আনন্দ হাসি গানে সাজায় রঙিন ভুবন।
চাওয়া পাওয়া কত আশা বাঁচিবার স্বাধ,
অজান্তে হঠাৎ ইচ্ছেগুলো হয় বরবাদ।
জীবনের ছায়া সাথে সাথে করে ভ্রমণ,
অজানা বিভিষিকাময় নিত্য সঙ্গী মরণ।


বাঁচার জন্য করছে লড়াই বিশ্ব জগতবাসী,
মৃত্যু যে তার ফাঁদ পেতেছে অদৃশ্য ফাঁসি।
সদা সর্বদা ঝুলছে সাথে পড়বে কখন গলে,
ভাবত যদি কভু মানুষ নিজেকে যেত ভুলে।
ধরণীর বুকে মহাসুখে করবে কত আনন্দ,
জীবনের গতি চলে অবিরাম নিত্য নব ছন্দ।
হঠাৎ যেদিন ফাঁস আটকিয়ে হবে ঝুলন্ত,
চির নিদ্রায় শায়িত তখন জীবনের অন্ত।


ফাঁসির আসমি ভবে পলাতক মানব জীবন,
গ্রেফতারি পরোয়ানা জানি না আসে কখন।
উকিলের নোটিশ ছাড়া দারোগার হাজির,
মামলা মোকাদম্মার দরকার হয়না স্বাক্ষীর।
জজকোর্ট সুপ্রিমকোর্টে বিচারের নেই রায়,
আপিল করার সুযোগ কভু আসামী না পায়।
জল্লাদের ভূমিকায় হঠাৎ করে যমদুত আসি,
মঞ্চ ছাড়া আসামী গলে পরায় অদৃশ্য ফাঁসি।