নীল আকাশে
তোফায়েল আহমেদ টুটুল


মেঘের কোনে দুর গগনে সূর্য হাসে আড়ালে,
দিবসে মোরা চারিদিক দেখি রবি উদয়কালে।
ঊষাকালে সোনালী আলো পূব আকাশে জ্বলে,
উজ্জ্বল ভূবন জাগ্রত হয় প্রকৃতির কোলাহলে।
পশ্চিমে হেলে গোধূলী লগ্নে হয় যখন বিলীন,
তিমির রজণীতে সুন্দর পৃথিবী আঁধারে মলিন।


দিবা রাত্রির নিয়মিত খেলা অবিরাম বিরতিহীন,
আবহমান মিলন তিথি প্রণয় হয়না কোনদিন।
সূর্য রশ্নি সকাল সন্ধ্যা নিখিলের বুকে অবতীর্ণ,
সাজিয়ে আলোর মেলা অন্ধকার করে বির্দীর্ণ।
চন্দ্র কিরণ জোসনাতে আঁধার নিশি ঝলমলে,
অস্ত উদয় হোক প্রহরে অমাবশ্যায় নাহি মিলে।
আকাশ জুড়ে তারার মেলা মধু চন্দ্রিমা পূর্ণিমা,
প্রকৃতিতে অস্থিত্বের শিকড় স্মৃতি রাখে জমা।


সন্ধ্যাতারা শুকতারা উজ্জ্বল নক্ষত্রের আনজাম,
রুপ লাবন্য বিলিয়ে দেয় সাজতে জগত ধাম।
নীল আকাশের নীলিমাতে রঙধনুর সাত রঙ,
সাদা মেঘের ফাকে হঠাৎ উদয়ে দেখায় ঢঙ।
জমিনকে ভালবেসে উপহার পাঠায় বারিধারা,
ভূপৃষ্টে তরুলতা জীবজন্তু বৃষ্টি পেয়ে আত্মহারা।