নতুন পুরাতন
তোফায়েল আহমেদ টুটুল


রাতের অবসানে উদয়ন সুর্য, সোনালী আলো,
নতুন একটা দিন জীবনে আবারো শুরু হলো।
দিনের পর দিন, মাস, বছর এমনি কেটে যায়,
নিত্য নতুনের সাথে সাথে প্রকৃতি রুপ বদলায়।
নব আগমনে যেন প্রাণ খুজে প্রকৃতির যৌবন,
কত অভিবাদন জানিয়ে নতুনকে করে বরণ।
সকল নতুনের গন্ধে খুজে রঙিন রঙিন স্বপন,
ভবিষৎ আলিঙ্গনে ভুলে যেতে চায় পুরাতন।


মানব জীবনে পুরাতনে থাকে স্মৃতির পাতা,
নতুন আগমনে ভুলেনা কভু বুক ভরা ব্যথা।
হৃদয়ে অাগ্নেয়গিরির জলন্ত শিখা অনির্বাণ,
পুরাতনকে মুছিতে পারেনি নতুনের অবদান।
জীবন শুধু অতীতে খুজে ফিরে, পুরাতন অম্লান,
আনন্দ চিত্তে বরণে করেনা নতুনের সন্ধান।
নতুনের সাজে নতুন বিশ্ব কত আয়োজন,
অন্বেষণ পিপাসা মিটেনা তৃষ্ণা কভু পুরাতন।


প্রেমের প্রদীপ জ্বালানো ভালবাসার ভূবন,
বিরহ মিলনে থাকেনা নতুন, থাকে পুরাতন।
পেয়েছিল যা, হারিয়েছে কি তা, মিছে ভাবনা,
নব স্বপ্নে বিভোর নয়, পুরাতনকে নিয়ে কল্পনা।
নতুনের মাঝে পাবেনা খুজে অতীতের গন্ধ,
তাইতো পুরাতন স্মৃতিতেই প্রেমের আনন্দ।
নতুনের আগমনে পরিবর্তন হয় বিশ্ব ভূবন,
বদলায় না কেবল প্রেমিক প্রেমিকার জীবন।