নারী বন্দনা
তোফায়েল আহমেদ টুটুল


নারী বর্ম নারী ধর্ম নারী পুরুষের জন্য,
নারী ত্যাজ্য নারী পুজ্য নারীতে সব ধন্য।
নারী বিঁষ নারী শরাব নারীতে অমৃত সুধা
নারী তৃষ্ণা নারী পিপাসা নারী জীবন ক্ষুধা।
নারী সৃস্টি নারী ধ্বংস নারী হীরা মুক্তা মনি,
নারী বৈরী নারী পরী নারীতেই জগত ধনী।


নারী কানন নারী মরু নারীই সিন্ধু সাগর,
নারী মধু নারী যাদু নারীতে সোহাগ আদর।
নারী কাঁটা নারী পুষ্প নারীই ফুলের মালা,
নারী দুঃখ নারী সুখ নারীতে জুড়ে জ্বালা।
নারী তিক্ত নারী মিষ্ট নারীতে মমতার ছায়া,
নারী অনল নারী বরফ নারীতেই শুধু মায়া।


নারী সূর্য নারী চন্দ্রিমা নারীর বুকে ছলনা,
নারী মক্ষী নারী লক্ষী নারীতে আছে শান্তণা।
নারী শীতল নারী উষ্ণ নারী  ধ্বংসের প্রলয়,
নারী কোমল নারী শান্ত নারীতেই আশ্রয়।
নারী সাধন নারী ভজন নারী রহস্য মহিমা,
নারী কন্যা নারী ভগ্নি নারীই পুরুষের মা।।