মনের অজান্তে
তোফায়েল আহমেদ টুটূল


মনের অজান্তে কখন হৃদয়ের প্রান্তে,
এলে তুমি চুপি চুপি পারিনি জানতে।
বাতাসের শব্দ শুনি নিরবে কান পেতে ,
দুচোখে দৃষ্টি খোঁজে তোমায় দেখিতে।
একাকী আনমনে উচাটন মন উদাস,
বুকের গভীরে অন্তরে ভালবাসার চাষ।
আমার পরাণ চায় তোমাতে করি বাস,
প্রতিটি প্রহর দিবস রজনী বারো মাস।


দমে দমে জপমালা নাম শুধু তোমার ,
হৃদয় সীমানায় বাড়ে কেবল অধিকার।
চাওয়া পাওয়া জীবনে স্বপ্ন যত আশার,
সুখের দোলা প্রাণে তোমার ভালবাসার।
ঊষাকালে উদিত রবির সোনালী কিরণ,
অমাবশ্যায় পূর্ণিমার চন্দ্র হয়ে আগমন।


প্রসূন্ন ভাগ্য রেখায় কপালে রাজটিকা,
বিধির আর্শিবাদ পেলাম তোমার দেখা।
জীবনে মরণে তুমি আমার অপেক্ষাতে,
বিশ্বাসের সুঁতোয় বাঁধি মনের অজান্তে।