মিথ্যাবাদীর পরিনতি
তোফায়েল আহমেদ টুটুল


মিথ্যা দিয়ে নিজেকে দেয়া যায় শুধু শান্তনা ,
বিবেকের আর্তনাদ কুড়ে খায় স্বস্থি মিলেনা।
সত্য লুকাতে মিথ্যার ইতিহাস করিবে রচনা,
মিথ্যার কারাগারে বন্দি সত্য গোপন থাকেনা।
প্রকাশ করিতে ব্যকুলিত অশান্তির ঝড় মনে,
আস্তে আস্তে পর্দা উম্মোচিত জানায় গোপনে।
পৃথিবীর সমস্ত মিথ্যা মিলে শক্ত প্রাচীর বুনে,
উদ্ভাসিত সত্য বিজয়ে হাসে শির উঁচু সম্মানে।


মুখের ভাষা বোবা হয়ে রয় তাকিয়ে নির্বাক,
সত্য প্রকাশ কি করে হল বিস্ময়ে হতবাক।
মিথ্যার কি ক্ষমতা পাহারা দিবে ঠিকঠাক,
মানুষের স্বভাব পরিবর্তনশীল কুঁচকাল নাক।
বন্ধু ভেবে মিথ্যা বলে করেছিলে আপনজন,
সত্য জেনে প্রিয়জনেরা শত্রু রুপে দুশমন।
কঠিন সত্যের মুখোমুখি বিপদে পড়ে ক্রন্দন,
মিথ্যাবাদী পাপীকে ঘৃণা করে আজ সর্বজন।


মিথ্যাকে বাঁচাতে গিয়ে গলাতে কলঙ্কের হার,
নিন্দার আঘাতে কেবল জীবন হল অন্ধকার।
মিথ্যা বলা মহাপাপ ক্ষমা করেনা পরোয়ার,
ধ্বংসের গযব নাযিল বিনাশ সর্ব অধিকার।
আশ্রয় খুঁজে পায়না কভু অবিশ্বাসী তামাম,
বিশ্বাসের মর্যাদা হারায় নষ্ট চরিত্রের সুনাম।
অপমানে মাথা কাটা সুশীল সমাজে বদনাম,
মিথ্যাবাদীর ঠিকানা অনন্তশাস্তির জাহান্নাম।