মানবতা-১
তোফায়েল আহমেদ টুটুল


দৃষ্টের লিখন দিল বিধি যত্ন করে,
সুখ দুঃখ জীবনের আমানত ওরে।
হাসবি মনের সুখে নিত্য বাসনা,
ভুলে যাবি জীবনের দুঃখ যাতনা।
"তোর খুশিতে চলতে পথে
আপন ভেবে নিলি সাথে
কাউকে যে পর করিতে
দুঃখ ছিল তাহার তাতে"।
কোন দিন রাখলি না অন্যের খবর,
মিছে কেন দোষ দিলি দৃষ্টের উপর।।


ভোজন করে পেট ভরিল ইচ্ছে যতবার,
অনাহারীর মুখে দেখলি ছিলনা খাবার।
ক্ষুধার যন্ত্রণা বুকে দিবানিশি কাঁদে বসে,
একমুঠো অন্নদানে গেলিনা তাদের পাশে।
"ভাত দে মা সন্তানের কান্না
আঁখিজলে মায়ের বুকে বন্যা
পাপ পূণ্যের হিসাব জানিনা
আমার সন্তান বুঝি বাঁচেনা"।
অসহায় জননী মহাকল ধরে পৃথিবীর বুকে,
সাহায্য ! মুক্তি মিলেনি হিংস্র থাবা থেকে।।


কামনা বাসনা স্বাধে পুরুষ সাজাল সংসার,
আদর্শ নীতির চরিত্রে উপার্জন সংকীর্ণ তার।
সততার চাদর খোলে ধনী সমাজের মহাধনী,
কেড়ে নিতে আপন করে কত জন হল খুনী।
"অসহায় দরিদ্র মানুষের উপর
ধনীর অত্যাচার নির্যাতন প্রখর
পারিশ্রমিক পায়না দিনমজুর
জুলুমকারী মহাজন বড় ইতর"।
কুপথে গমনে জীবন নষ্ট ছেলে মেয়েের কত,
বিবেক কুলোষিত পাপের তরে মানবতা লংঘিত ।