মানব জীবন
তোফায়েল আহমেদ টুটুল


কি আছে তোর জীবন বিধান?
কি আছে তোর ধর্ম?
কি করে তোর জীবন কাটে?
কি করিস তুই কর্ম?
কি পরিচয় তোর দুনিয়ার বুকে?
কি পরিচয় তোর জন্ম?
কি করিস তুই রং তামাশা?
কি আছে তার মর্ম?


কি করে তোর বাঁচা মরা?
কি করে তোর আসা?
কি জানিস তুই ভালবাসা?
কি  রাখিস বুকে আশা?
কি পেলে তৃপ্ত তোর চাহিদা সকল?
কি স্বার্থে করলি বল সম্পত্তি দখল?
কি নেশাতে ডুবে তোর কাটে বেলা?
কি কারণে করছিস সর্বনাশা খেলা?


কি করিতে আসলি ধরণীর বুকে?
কি উদ্দেশ্য সৃষ্টি করল স্রষ্টা তোকে?
কি আছে দেবার মত মানুষকে বল?
কি পাবি নেবার মত কবরে সম্বল?
কি দিবি আজ্রাঈলকে আসবে যখন?
কি করে প্রতিরোধ করবি মরণ?
কি ভাবিস তুই ভাল মন্দ পাপ পূণ্য?
কি করিলে মানব জীবন হবে ধন্য?