খুশির ঈদ
তোফায়েল আহমেদ টুটুল


ক্ষুধার জ্বালায় অনাহারে নিত্য যাদের    
        নিশিতে আসেনা নয়নে নিদ,
তাদের জীবনে দুঃখ ঘুচাতে ধরণীর বুকে
        আসবে কি কভু খুশির ঈদ?


লজ্জা নিবারণে বস্ত্র যাদের কভু হয়নি
        সতীত্ব রক্ষায় সম্ভ্রমের আবরণ,
যাকাত ফেৎরার পোশাকে সেজে হবে কি
       ঈদের দিনের খুশির আয়োজন।


ফুটপাত যাদের আবাস্হল শয়ন বিছানা
          নীল আকাশ মাথার ছাদ,
দুঃখ কষ্ট ভুলে গিয়ে আজ মধুর হাসিতে
          পাবে কি ঈদের আনন্দ স্বাধ?


আদর সোহাগ বঞ্চিত কাঙ্গাল স্নেহ মমতার
           আহাজারির করুণ আর্তনাদ,
ফিন্নি সেমাই পোলাও কোরমা হরেক খাবার
         তৃপ্তির আহারে আত্মীয়তার স্বাধ।


নাম পরিচয় হীন সমাজে অবাঞ্চিত তিরস্কার
        পাবে কি ঈদের দিনে মোবারকবাদ,
জন্ম যাদের আজন্ম পাপ অভিশপ্ত বহিস্কার
           ঈদ সালামী জীবনের জিন্দাবাদ?