খরিদ্দার
তোফায়েল আহমেদ টুটুল


মাওলা তুমি সৃষ্টি করলে জানিনা কি দরকার?
তোমাকে খুশি করিতে বল কি আছে দেবার?
ছিলাম কোথায় কিভাবে এলাম ভবের বাজার?
কি কিনিতে মুলধন দিয়ে বানাইলে খরিদ্দার?
অধমের সাধ্য হয়না পছন্দ অপছন্দ বুঝার,
ভুল করিলে কেন ভাব মহাপাপী গুনাহগার?


বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি দেখে মন আমার,
সদাই পাতির নাম ভুলিলাম কি ছিল দরকার?
ঢুকিলাম রঙের বাজার দেখিয়া নানান জিনিস,
সাবধান করিতে দূত পাঠিয়ে করলে নোটিশ।
যা দেখি তাই চমৎকার সুন্দর রুপের পালিশ,
করায় গন্ডায় হিসাব নিকাশে বসাবে সালিশ।


হেলায় খেলায় অবহেলায় হারালাম মুলধন,
দোকানদারের বাহারি সাজে উতলা হল মন।
তোমার কৃপা পাবার আশায় হইলনা সাধন,
কোন বাজারে চিপা গলি আছে অমূল্য রতন?
শূণ্য হাতে রিক্ত যখন ডাকে মালিক মহাজন,
নিচু মাথায় ক্ষমার আশায় ফল কি ধরে চরণ?


সময় থাকতে কেনা কাটার কর আয়োজন,
তোমার নিকটে যাহা দয়াল প্রভুর প্রয়োজন।
জ্ঞানের আলোর মশাল দিয়ে কর অনুসন্ধান,
পরপারে সাজাইতে জান্নাতে সুখের বাগান।
মালিক শ্রমিক সম্পর্ক বিশ্বাসে আদান প্রদান,
আমানতের বিনিময়ে পাবে উত্তম প্রতিদান।