কে পাপী
তোফায়েল আহমেদ টুটুল


ওরে পাপী মহা পাপী বলিস পাপী কাদের,
দিবা নিশি মিথ্যার বুলি কেবল তোর মুখের।
হাজার কথায় সত্যকে যে খুঁজে পাওয়া দায়,
মিথ্যার মধুর ফুল ফুটিয়ে কথার মজা পায়।
দোষ করিলি সারা জীবন ভুল নেশাতে ডুবে,
সহজ সরল পথের পথিক তুই হবি বল কবে।
বিশ্বাসের খোঁজ লোকের মাঝে অবিশ্বাসী মন,
কারো বুকের বিশ্বাসে কেবল জ্বালালি আগুন।


তোকে নিয়ে গাঁথল যেজন স্বপ্ন সুখের দানা,
সব লুটিয়ে নিঃস্ব করলি ছলনাতে প্রতারণা।
আপন পথে ফুল ছিটিয়ে অন্যের পথে কাটা,
স্বার্থের জোয়ারে সাঁতরে কারো জীবনে ভাটা।
উজান দেখে হাল ধরলি অত্যাচারীদের দলে,
স্রোতের টানে ধ্বংসের জীবন তোর ক্ষুদ্র ভুলে।
সুখের প্রদীপ জ্বালিয়ে গড়তে সোনার সংসার,
অন্য গৃহের প্রদীপ নিভিয়ে চিরদিনের আঁধার।


বুক ফুলিয়ে উচ্চ স্বরে কত লুকাবি আড়ালে,
ভাল মন্দ ন্যায় অন্যায় পিষ্ট বিবেক পদতলে।
অপরাধীর অপকর্মের তীব্র নিন্দা সমালোচনা,
প্রতিবাদে গর্জে ধরলি কখন আন্দোলনে ফণা।
বঞ্চিত অভাবী যত নির্যাতিত প্রতিবেশির হক,
পূরণ হয়েছে সমাজে তুই কি সেই উত্তম লোক।
পাপী এবার বলবি কাকে জ্ঞান আলোয়ে খোঁজ,
পাপের মাঝে তোর বসতি পাপ করছিস রোজ।