জীবনের সময়
তোফায়েল আহমেদ টুটুল


যে ভাঙ্গে আমার ঘর আমি ডাকি তারে,
ভাগ্যের কি লিখন দিল বিধাতা আমারে।
কোথা খেকে এলাম ভবে যাব অচীনপুরে,
দুঃখ কষ্ট দাও কেন বল কোন অধিকারে।
দয়ার বদল অভিশাপের বিষাক্ত ছোবল,
জীবন দিয়ে বাঁচার আশায় বানালে পাগল।


সময়ের স্রোতে ভাসে জীবনের খেয়া,
ঢেউয়ের তালে তালে দিন বয়ে যাওয়া।
স্মৃতির অন্তরালে লুকানো গোপনে থাকা,
বহু দুর অজানা প্রয়াস ছিল বেঁধে রাখা।
অজান্তে উম্মোচনায় ফিরে আবার এলাম,
সময়ের ব্যবধানে প্রতিদান কি পেলাম।


অপরাধ ক্ষমা কর প্রভু অভিমান ভুলে,
নিরন্তর অস্থিত্ব খুঁজি ছলনায় মহাকালে।
জীবনের খেলাঘরে চাই আনন্দ পেতে,
রঙ্গিন স্বপ্নগুলো কুঁড়াই কত আশাতে।
হতাশায় ঘিরে আছে নিরাশার বালুচর,
মুসাফির পথিক ভবে আমি যাযাবর।


নতুন ভোর নতুন সূর্য নতুন এক দিন,
দিনে দিনে মানব জীবন হচ্ছ বিলীন।
দিনের পর দিন যায় মাসের পর মাস,
বছরের পর বছর কেটে জীবনের নাশ।
কি ঘুমে ঘুমিয়ে আছ এসে দুনিয়ায়,
কত রঙ্গের অবহেলায় বেলা বয়ে যায়।
জীবনটা কত দিনের লিখেছ খাতায়,
মরন কেড়ে নিলে বল কে আটকায়?