ইসলামী গণতন্ত্র
তোফায়েল আহমেদ টুটুল


গণতন্ত্র কথা বলে জনতার অধিকার নিয়ে,
স্বাধীন সার্বোভৌম ক্ষমতার শাসন পেয়ে।
জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের,
নীতি নির্ধারণ সমঅধিকার সব নাগরিকের।
আব্রাহাম লিংকনের সংজ্ঞার মূলে যাকাত,
ইসলামে শরীয়াহ আইন আল্লাহর নেয়ামত।


আল্লাহর অনুমোদিত আইন যাকাত প্রদান,
ধনী গরীর ভেদাবেদ দূরী করণে সংবিধান।
ক্ষুধায় কাঁদবে গরীব ধনী করবে অপচয়,
ধন সম্পদের সুষম বন্টন বিঘ্ন ঘটে নিশ্চয়।
ধনীর উপর দায়িত্ব সম্পদের রক্ষণাবেক্ষণ,
আল্লাহর হুকুম মিটাতে গরীবের প্রয়োজন।


অভাবে স্বভাব নষ্ট অপরাধে লিপ্ত উপার্জনে,
চুরি ডাকাতি অপকর্ম মানব চরিত্র বিসর্জনে।
ক্ষুধার জ্বালা নিবারণে বিবেক বুদ্ধির বিনাশ,
ন্যায় অন্যায় না ভেবে করে মানুষের সর্বনাশ।
মহান প্রভু মহাজ্ঞানী প্রজ্ঞাময় সর্বশক্তিমান,
সঠিক সরল পথ দেখাতে যাকাতের বিধান।


কত সুন্দর নিয়ম নীতি মানুষ মানুষের জন্য,
সম্পদের ভাগাভাগি সাহায্য হবে একে অন্য।
দুনিয়ার বুকে সুখে শান্তিতে যত অভাবগ্রস্ত,
ধন সম্পদের মালিক আল্লাহর আইন ন্যস্ত।
তুমি খাবে সে খাবেনা কোথায় আছে এ মন্ত্র,
যাকাত আল্লাহর সংবিধান ইসলমী গণতন্ত্র।