হৃদয়পুরে
তোফায়েল আহমেদ টুটুল


পূর্ব আকাশে উদিত রবি গোধূলীর লগ্নে,
পশ্চিমে অস্তমিত সূর্য হারায় আঁধার বনে।
মাঝখানে আলো ঝল মল দিবসের খেলা,
রজনী নিশিতে সাজানো অন্ধকারের মেলা।


প্রকৃতির নিয়ম ধরে জগতে কাটে অষ্ট প্রহর,
অনুভুতি স্পর্শ ভাবনায় কাঁপে বুকের শহর।
অন্তর কেঁদে মরে ভালবাসা প্রকাশে ব্যাকুল,
সাধনায় বসে ধ্যনে ও জ্ঞানে হৃদয় আকুল।


হৃদয় বীণার সুরের মুর্ছণাতে কেবল হুঙ্কার,
নৃত্যের ছন্দে বাজে বুকে নূপুরের ঝংকার।
আঁখিজলে প্লাবিত ভেসে যাই তীরের টানে,
বেদনার দাঁড় টেনে জীবন তরী কোনখানে।


ভালবাসার ফুল কুঁড়িয়ে প্রেমের মালা গেঁথে,
পৃথিবী হারিয়ে খুঁজি তোমায় অজানার পথে।
কৃষ্ণ প্রেমে রাধা রানী জপিতেছে শ্যাম শ্যাম,
হৃদয়পুরে মধুর সুরে বাজে বাঁশি রাধার নাম।