হে দয়াদয় প্রভু
তোফায়েল আহমেদ টুটুল


নাটাই হাতে উড়াও ঘুড়ি তুমিতো দিয়েছ ছাড়ি,
যেদিক ঘুরাও সেদিক ঘুরি বিশ্বলয়ে খেলা করি,
নিত্য আমি খোলা আকাশে মনের আনন্দে উড়ি,
তোমার আপন ইচ্ছে মতে টেনে ধর সুঁতোর ডুরি।


তুমি রাখ মার সবি পার যা ইচ্ছা তোমার মনে,
আমি কত জন্মের অপরাধী আশ্রয় দিও চরণে,
পারের কড়ি নাই সম্বল আমার সাধনার ভজনে,
একমাত্র ভরসা তোমার পতিত পাবন নাম গুনে।


অবুঝ শিশুর স্বভাব ভাল মন্দের জ্ঞানের অভাব,
পথভ্রষ্ট অন্ধ হয়ে কুড়াই অভিশপ্ত গজব আজাব,
নিস্ব আমি ভক্ত তোমার ক্ষমা কর সব অপরাধ,
ভুল করিয়া ডাকি যখন কেন তুমি দাওনা জবাব,


আমার প্রতিটি নিশ্বাসের মাঝে তুমি বিশ্বাসে তুমি,
ভিতরে বাহিরে দয়াল তুমি,জাহেরে বাতনে তুমি,
জীবনে মরণে সদা তুমি, আউয়ালে আখেরে তুমি,
আপন করে নাও হে দয়াময় প্রভু আমায় তুমি।