হারানো স্মৃতি
তোফায়েল আহমেদ টুটুল


সেই পহেলা ফাল্গুনে বসন্তের আগমনে,
অভিষারে চুপি চুপি বসে মনো বাতায়নে।
আদো লাজে ভয়ে মিষ্টি মধুর আলাপনে,
শেফালী ফুলের সনে কত কথা সঙ্গোপনে।
শিশির ভেজা বকুলতলায় গোপনে দুজনে,
মধুর মিলন মেলা সাজাতাম হৃদয়ের টানে।
জুঁই চামেলী গোলাপ বেলীর সুরভিত ঘ্রাণে,
প্রেমের দোলনায় দোলেছি কৃষ্ণচুঁড়ার বনে।


তোমাকেই দেখতাম যেদিকেই দৃষ্টি দিতাম,
আকাশের নীলে মেঘ হয়ে ভেসে বেড়াতাম।
কাছে এলে পৃথিবী ভুলে স্বর্গ সুখ পেতাম,
হৃদয় ডানা মেলে কল্প রাজ্যে উড়ে যেতাম।
স্বপ্ন রঙিন আশা ভালবাসার নীড় বাঁধিতাম,
জীবন মরণ সঙ্গী করে বাঁচার শপথ নিতাম।
সুখ সাগরে সরোবরে নতুন দ্বীপে হারাতাম,
মুক্ত পবনে শুধু ভালবাসি বলে জানাতাম।


সেই হারানো দিনগুলোকে খুব মনে পড়ে,
হৃদয়ের স্মৃতির আড়াল যায়না কভু সরে।
আবেগের জানালায় দাড়িয়ে হঠাৎ করে,
আপন প্রিয়জন জানিনা রয়েছে কত দুরে।
অপরাধীর ন্যায় ভুলগুলো স্বীকার করে,
অনুভুতির শিহরণ অভিমানে পালায় দূরে।
নিরব নিস্তব্ধ বাকহীন নয়নে শুধু অশ্রু ঝরে,
পিছনে লুকে থাকা হারানো স্মৃতি স্বরণ করে।