প্রভুর স্বাক্ষাত
তোফায়েল আহমেদ টুটুল


আলা কুল্লি শাইন কাদির কুরআনে প্রমাণ,
অনন্ত ,অসীম ,অদ্বিতীয় প্রভু সর্বশক্তিমান।
সবজায়গায় ,সর্ব অবস্থায় থাকে বিরাজমান,
ঈমান এনেছে কে ভবে? শুনাতে প্রভুকে গান।
সালাতুল মেরাজের ঘরে মুমিনের সনে,
আপন মনে সৃষ্টির সনে, কথা বলেন গোপনে।


তুর পর্বতে মুসার সনে প্রভুর আলাপন,
আখেরী নবী প্রভুর স্বাক্ষাতে মেরাজে গমন।
প্রভু নিজে আয়োজন করে ,দিবেন দর্শন,
অতিথি হযরত মুহাম্মদ (সঃ) কে নিমন্ত্রণ।
জিব্রাঈল ফেরেস্তা এল দাওয়াত হাতে,
ইয়া রাসুলুল্লাহ চলেন প্রভুর স্বাক্ষাতে।


হাফেজ মাওলানা কত পাঠ করে কুরআন,
ধ্যান করে কে শুনে প্রভুর পাক জবান।
নিরিহ পশু জবাই করে, পালন কুরবানী,
আত্মত্যাগ করিতে বলেন কাদের গনি।
হালাল হারাম উপার্জনে ,ভাল মন্দ নির্ধারণ,
পাপ পূণ্য ব্যবধানে সঠিক জীবন নিয়ন্ত্রন।


প্রভুর নিকট হাত তুলে করে মোনাজাত,
ক্ষমা কর সকল গুনাহ, মুক্তি চাই আখেরাত।
জাহান্নামের অনল থেকে চাই যে নাজাত,
উপহার দাও হে প্রভু ,চির শান্তির জান্নাত।
পালন করে নামাজ ,রোজা ,হজ্জ ,যাকাত,
কে আর চায় বল? প্রভুর সনে স্বাক্ষাত।