গন্ধম ফুল
তোফায়েল আহমেদ টুটুল


জান্নাতের বাগিচায় ফুটে পবিত্র গন্ধমের ফুল,
ফুলের গন্ধে মাতাল হয়ে ভরিল জগতের কুল।
আদম হাওয়া ছিল দুইজন আল্লাহর মেহমান,
নিষেধাজ্ঞা গন্ধম গাছের নিচে আদেশ ফরমান।
অভিশপ্ত ইবলিশ শয়তান দিল তাদের ধোকা,
আদম হাওয়াকে একদিন বানিয়ে ছিল বোকা।


কুমন্ত্রণার প্রবঞ্চায় দুজন গাছের কাছে যায়,
ফল দেখিয়া খাই খাই করে নফসে আম্বারায়।
আদম হাওয়া গন্ধমের ফল খেয়ে করে মহাভুল,
আল্লাহর হুকুমের অবাধ্য তারা হয়ে উঠে ব্যাকুল।
অপরাধী পাপী দুজন আল্লাহর নিকট দোষী,
জান্নাত থেকে বিতারিত শয়তান হল মহাখুশি।


ক্ষমার জন্য কান্না কাটি করে তিনশত বছর,
আদম হাওয়ার জীবন শুরুু দুনিয়ার ভিতর।
গন্ধম ফুলের সুবাস ছড়ায় আদম হাওয়ার মনে,
অতৃপ্ত মিলনের সুখ আস্বাধন মধুর আলিঙ্গনে।
আকর্ষনের গুপ্ত রহস্য জান্নাতি গন্ধমের ফল,
অবিত্র জলের ছুয়ায় মানব জীবন হয় রসাতল।