ইবাদত
তোফায়েল আহমেদ টুটুল


শপথ অদ্বিতীয় এক অবিনশ্বর সৃষ্টিকর্তার,
ইনসান শ্রেষ্ট মাখলুক ঘোষণা দিল মর্যাদার।
আল্লাহর ইবাদতে সন্তুষ্টি চিত্তে শ্রেষ্টত্ব অর্জন,
কাম ক্রোধ মোহ কলব থেকে দিয়ে বিসর্জন।
জ্ঞানীর তপস্যা সাধনে শুধু ভালমন্দ নিরুপন,
প্রেম সাধিতে দোসর তৈরী করে সাই নিরাঞ্জন।


আদি হতে অনন্তকাল স্রষ্টার ছবি আকিয়া,
কুল পাইলনা হাদীসে ভাবিয়া কুরআন নিয়া।
মনের আয়নাতে অস্থিত্ব খুঁজি রুপ হেরিতে,
বিধিতার মহব্বত লালন করে সর্বদা সীনাতে।
মাশেক মাবুদ মাওলা আশেকের প্রেমাস্পদ,
প্রেমের মজা পায় জগতে শুধু ইশ্ক সম্পদ।


কলবে অস্থিরতা বিরাজ অশান্ত দিবানিশি,
শান্ত হৃদয়ে অতৃপ্ত সুধা প্রভুকে ভালবাসি।
দীর্ঘ দিনের দিলের জখমে একমাত্র শেফা,
মহান পবিত্র নামের জপমালার অজিফা।
দিলের মোকামে উপস্থিতিতে মোলাকাত,
আত্মার আলিঙ্গন অনুভবে পাইবে সাক্ষাত।


পরম করুণাময়ের মহানুভবতার আর্শিবাদ,
সর্বত্র বিরাজমান হাজির নাজির ফরিয়াদ।
পরিশুদ্ধ হৃদয়ে মুক্তির সন্ধানে মিলে নাজাত,
রহমত বরকতে পরিপূর্ণ জীবন আলোকপাত।
অনুগত কলবে স্রষ্টার উদ্দেশ্যে সেজদায় নত,
স্বার্থক আরাধনা মাবুদ প্রতি বান্দার ইবাদত।