দেখা সাক্ষাত
তোফায়েল আহমেদ টুটুল


নামাজ কায়েম কর বান্দা আল্লাহর হুকুম কুরআনে,
কপাল ঠেকাও দিল কাবাতে অন্তরে সঠিক ঈমানে।
মুয়াজ্জিনের আযান শুনে মসজিদের পানে যে অগ্রসর,
মুমিন মুসলমানের নিত্য পালন নামাজে কেন বেখবর?


নামাজে দাড়িয়ে মনে মনে নজর করিবে মক্কার পানে,
সুরা ফাতেহা পাঠ যখনে শ্রবণ কর কর্ণমূলে তালাশনে।
আলহামদুলিল্লাহ প্রশংসা শুনে মাওলা হাজির সামনে ,
মহান আল্লাহ আলাপনে মশগুল হয়েছে বান্দার সনে।


আসনে বসিয়া ধ্যানে জ্ঞানে তাশাহুদ পড়ে আপন মনে,
আত্মসমর্পণ বিণয়ে বিশ্বাসে ভক্তি কর কুদরতি চরণে।
হৃদয়ের পবিত্র জায়গায় মাথা লুটাইয়া পড় সেজদায়,
পীর আউলিয়া দেখছে খোদা সেজদা দিয়ে দুনিয়ায়।


জানিয়া নামাজের বেনা পাঞ্জেগানা আদায় ষোলআনা,
প্রেম সালাতে দেখা স্বাক্ষাত বান্দার সনে সাঁই রাব্বানা।
"আকিমুছ সলাত" আদায়ে বান্দার নামায হলে কায়েম,
"আছসাতুল মেরাজ"আল্লাহর সনে বান্দার নিগূঢ় প্রেম।