বন্ধু দিবস
তোফায়েল আহমেদ টুটুল


কেমন আছ বন্ধু তুমি কাছে কিংবা দূর বহুদূরে,
আনন্দ হাসি খুশির ব্যথা বেদনা খুব মনে পড়ে।
চলন বলন কত ভুলের শোধরে নিলে সঠিক পথে,
চোখের আড়াল হলে কভু থাকতে কেবল অপেক্ষাতে।


জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় শুধু বিরক্তিকর,
হারিয়ে আবার বুঝেছি আমি সম্পর্কটা মধুর।
বিপদ আপদ দুঃখ কষ্টে নির্লজ্জের মত পাশে,
আপন ভেবে হাসি খুশিতে থাকতে ভালবেসে।


বিশ্বাসের সুঁতোয় বেঁধে বন্ধুত্বের খুঁটি হৃদয় আঙ্গিনায়
দায়িত্ব কর্তব্যে স্বার্থ বিসর্জনে সর্বদা পাহারায়।
আজ বন্ধু দিবসে সকল বন্ধত্বকে অভিনন্দন।
জীবনে মরণে পাশে সর্বক্ষণ আপন প্রিয়জন।