বিশ্বসে পরিচয়
তোফায়েল আহমেদ টুটুল


আদমের শত্রু শয়তান আল্লাহর ঘোষণা,
সাবধান মানব জাতি সীমা লংঘন করো না।
পৃথিবীতে সুন্দর জীবন পরোয়ারের দান,
জন্ম মৃত্যু বেঁচে থাকা বিধির খেলা গান।
নিরাকারে অস্তিত্বের দাবী একমাত্র মহান,
আদেশ নিষেধ মান্য করবে দিয়েছে বিধান।


গোপনে থাকিয়া প্রকাশিলেন নিয়ম নীতি,
শত্রুকেও দেখার দিলোনা নয়নে জ্যোতি।
কে হয় মহান আল্লাহ কে এ শত্রু শয়তান,
বুঝতে গিয়ে দিশেহারা মূর্খ অজ্ঞ ইনসান।
নবী রাসুল পাঠালে কত হেদায়েতের পথে,
আসমানী কিতাব নাযিল শুধু তোমার মতে।


আকার সাকার রুপ সুরুতে হলেনা প্রকাশ,
শয়তান অদৃশ্য শত্রু কুমন্ত্রণা নেই অবকাশ।
ধান্ধাবজের ধোকায় আন্ধা শুধু আন্দাজে,
সাধন ভজনে জীবন ব্যায় কর্মকান্ড বাজে।
জ্ঞান বিচারে উপলব্দি দ্বিধাতে অধমের মন,
বিশ্বাসে পরিচয় ঘটে সন্ধান মিলে পরম ধন।