এভাবে আমাকে আর কত বল কাঁদাবে,
কাঁদিতে কাঁদিতে আমি হয়ে যাব নিঃস্ব,
কঠিন পাথরে গড়া নিষ্ঠুর পাষাণী তুমি,
প্রেমের অপরাধীর সাজা দেখে এই বিশ্ব।
যতই ডাকি আমি কাছে ততই যাও দূরে,
ব্যথার আঘাতে হাসতে আড়ালে গোপন,
হৃদয়ে বাড়ে ব্যকুলতা আকড়ে ধরি প্রাণে,
মহান তুমি দয়ালু জানি তবুও হও কৃপণ।
তোমার অবহেলার অনাদরে জগতবাসী,
আমাকে নিয়ে করে শুধু তামাশার খেলা,
নিন্দার কাঁটা বিঁধিয়ে বুকে নঁকশী কাঁথায়,
আল্পনার মনিহার গলায় কলঙ্কের মালা।
গড়িলে ইচ্ছেমত সহিবার দিলেনা শক্তি,
দুঃখ যন্ত্রণায় কাতর আমি করি আর্তনাদ,
আনন্দ উল্লাসে মত্ত তুমি সুখ শান্তি নিয়ে,
আমাকে আটকাতে পেতে সুনিপুন ফাঁদ।
অবাধ্য হবার সাধ্য কি অধম গোলামের,
ভক্তি সাধি মুক্তি পেতে চরণে নত মাথা,
দাও একটু প্রেম প্রীতি যত্নের ভালোবাসা,
করুণার দানে মহীয়ান তুমি বিশ্ব বিধাতা।