বিদ্রোহী নজরুল
তোফায়েল আহমেদ টুটুল


মানচিত্রের বুকে সবুজ শ্যামল চির শান্তির দেশ,
প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যে শোভিত  অপূর্ব বেশ।
কোন বর্বর হায়েনা দেয় যদি হানা সীমানা প্রান্তরে,
মাটির নিচের  ধন সম্পদ  নিতে চায় লুট করে,
সাগর, নদী, পাহাড়ে যদি পড়ে শকুনের চোখ,
প্রতিবাদে জ্বলে গর্জে উঠব বাড়িয়ে দিব বুক।
এই শান্ত সবুজ লাল পতাকায় পড়ে যদি থাবা,
সুপ্ত বারুদ জাতি নিয়ে খেলে যদি কেউ দাবা,
কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রসনে হানা,
বাংলার বুকে আবার যুদ্ধ হবে রুখবে শত্রু সেনা।
চল চল চল, চলরে চলরে চল, চল চল চল,
উর্ধ্ব গগণে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল,
অরুন পাতের তরুন দল, চলরে চলরে চল।


কোন তাবেদার,  কোন গাদ্দার, কোন মীরজাফরে,
ষড়যন্ত্রের জাল ফেলে কেউ দেশকে যদি ঘিরে।
বাংলার সূর্য সেনারা উঠবে জেগে শির উঁচু করে,
রেসকোর্স ময়দানের তপ্ত ভাষণ আসবে ফিরে,
রাইফেল হাতে দুর্বার সৈনিক উঠবে আবার গর্জে,
কালুর ঘাটে দ্বীপ্ত ঘোষনা আবার উঠবে বেজে।
রক্তের নদী পেরিয়ে আবার বীর শহীদ হব লড়ে,
শহীদ তিতুর বাঁশের কেল্লা নতুন দূর্গ তুলব গড়ে,
বিশ্ব আবার উঠবে কেঁপে দেখে সিংহের শিকার,
গর্জন তুলে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার।
তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার,
দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার,
লঙ্গিতে হবে রাত্রি নিশিতে কান্ডারি হুশিয়ার।


আনবিক বোমা, পরাশক্তির, মানিনা খবরদারি,
কোন শৃঙ্খল, কোন অবরোধ, হুমকি বা হুশিয়ারি।
পৃথিবীর বুকে বন্ধু সবে প্রভু নয় কেউ কারো,
দখল শোষণ উৎপিড়নের পায়তাড়া সব ছাড়ো।
ইতিহাস স্বাক্ষী বীর বাঙ্গালীর মর্যাদা অক্ষুন্ন,
সম্মান আছে গর্বিত মোরা না থাক পেটে অন্ন,
ভাষার জন্য লড়েছি, আমরন স্বাধীনতার জন্য,
পরাধীনতার শিকলে বন্ধি ভাবিনা কারো পণ্য।
জলে, স্থলে, অন্তরিক্ষে কেউ ঘটালে আক্রমণ,
রাজাকার হায়েনা দুশমন যত, করিব শত্রু দমন।
কারার ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল কররে লোপাট,
রক্ত জমাট, শিকল পুজার, পাষাণ বেদী,
ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ,
ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর -প্রাচীর ভেদী।