বেহায়া মন
তোফায়েল আহমেদ টুটুল


বুকটা আমার ভাঙ্গা বাড়ি , জীর্ণ শীর্ণ নীড়,
আবেগেপূর্ণ ইচ্ছেগূলোর  বসতির কুটির ।
হৃদয় মাঝে ছিল যত শান্তি সুখের সম্পদ,
সিঁধ কেটে চোর ঢুকে ঘটিয়ে দিল বিপদ।
লুট করিয়া নিয়ে গেল স্বপ্নের যত আশা,
পুড়া কপালে জুটল এসে মিছে ভালবাসা।
নাম ঠিকানা জানিনা কার ছিল এই বুকে,
হঠাৎ করে মনের দরজায় খট খটাল কে?


অবশ দেহে ঘুমের ঘরে অন্তর চুরি করে,
প্রাণ ছাড়া বুকের খাঁচা শূণ্য থাকে পরে।
দিন রজনী চোর ধরিতে মন পাখি উড়ে,
প্রেমের শিকলে বল বাঁধি কেমন করে?
লজ্জা শরম সব ভুলে ঘৃণা নিন্দা আঘাত,
কলঙ্কের হাড় গলে সম্মানের ব্যাঘাত।
জ্বালা যন্ত্রণা যত অঙ্গে পড়লাম বসন,
হৃদয়ে পাতানো রাখি আজো সিংহাসন।


অপমানের আঘাতে যত দিল ছলনা নিঁঠুর,
ব্যথার পরিবর্তে আমার লেগেছে শুধু মধুর।
প্রেম সাগরে ভাসিয়ে মাঝখানে ডুবাল তরী,
সাঁতার না জেনে ঝাপে কেমনে দিব পাড়ি?
অকুলে প্রলয় স্রোতে খুঁজি তীরের সন্ধান,
ভালবাসার স্বাধ বাড়ে করে যত অপমান।
দুঃখ দাহনে অন্তর কয়লা নয়ন জলে ভাসে,
বেহায়া মন আমার তবুও তাকেই ভালবাসে।