অভিমানী প্রভু
তোফায়েল আহমেদ টুটুল


ডাকলে তোমায় দাওনা সাড়া পালিয়েছ বহুদুর,
মধুর সুরে ডাকি দয়াল পাইনা কেন কোন উত্তর।
নাম জানিনা আসল নকল অজানা পরিচয় সকল,
গ্রাম ঠিকানা জেলা শহর কোথায় বসতির মহল।
কি উদ্দেশ্যে করলে সৃজন না যদি ভাব আপন,
ভালবেসে সৃষ্টি করে পাঠিয়ে দিলে কঠিন ভূবন।
সুন্দরের পুজারী এখন বেহুশে করি কুপথে গমন,
সহজ সরল পথ দেখাতে সামনে দিলেনা দর্শণ।


দেখা স্বাক্ষাত হয়না কভু সৃষ্টির স্রষ্টা কেবল শুনি,
আত্মীয়তা চাই যে তাঁহার পর ভাবে সে অভিমানী।
ইনসানকে বানিয়ে বোকা শ্রেষ্ট বলে দিলে ধোকা,
অঙ্গ খানি লুকিয়ে রাখে ঘুম পাড়িয়ে কচি খোকা।
সৃষ্টি সকল করলে সৃজন আপন ইচ্ছা অনুসারে,
দৃষ্টির আড়ালে আত্মগোপন বল কোন অহংকারে।
পিছন থেকে হাত ইশারায় ডাকে প্রভু নিরব সুরে,
জ্ঞানের অভাবে মূর্খ অধম রহস্য কি বুঝতে পারে।


কর্তব্য অবহেলায় রাখলে কঠিন শাস্তির বিধান,
জীবন মরণ অধিকারে কোথায় তুমি হলে মহান।
কর্মচারী নিয়োগদানে সাজিলা মালিক মহাজন,
ব্যবস্থাপনা পরিচালনায় দায়িত্ব আমার প্রয়োজন।
আকার সাকার কোন রুপে মুগ্ধ হয়ে দেখেনি মন,
নিরাকারে কখন জানি আমার সাথে কর আলিঙ্গন।
অনুভবে অস্থিত্ব খুঁজে হতাশ হৃদয়ে রাখি অটুট বন্ধন,
বিশ্বাসে আপন ভাবি অনুরাগে অভিমানী প্রভু সর্বক্ষণ।