অভাগীর বারোমাস
তোফায়েল আহমেদ টুটুল


বৈশাখ মাসে কাল বৈশাখীর প্রকৃতিতে হানা,
ঘরের চালা উড়ে ঝরে ঠাই নেই মাথা গুজার,
অভাগীর বুকে তুফান জীবন ভেঙ্গে চুরমার,
দুর বিদেশে বন্ধু কেমন নেইতো খবর জানা।


জৈষ্ঠ্য মাসে গাছে পাকা আম কাঁঠাল জাম,
কত স্বাধের মিষ্টি ফল যত্নে দিতাম মুখে তুলে,
ফল কুঁড়াতে গাছের নিচে যাই যখন ভুলে,
কেমন করে ফল খাইব কাছে নাই প্রাণ শ্যাম।


আষাঢ় মাসে নতুন জোয়ার নদীর যৌবন ভারী,
সাঁতার কেটে উষ্ণ অঙ্গখানি করিতাম শীতল,
পিতলের কলসীতে যখন ভরিতে চাই জল ,
ঢেউয়ের সাথে পানির বুকে বন্ধুর হাসি মুখ হেরি।


শ্রাবণ মাসের অঝোর ধারা বারি বর্ষণ লগন,
মনের ঘরে মাদল বাজে ছন্দ তোলে বীণা,
মন ময়ুরী পেখম মেলে নৃত্যে দোলায় ডানা,
নিশিতে নিদ ভাঙ্গে জাগি দেখে মধুর স্বপন।


ভাদ্র মাসের তাল নিরাক স্থির গাছের পাতা,
মনের ভিতর আবেগ যত পত্র লিখি চুপি চুপি,
তুলসী তলায় থমকে দাড়াই জ্বালাতে সাঁঝ বাতি,
হঠাৎ ভাবি আনমনে বন্ধু এসে ভাঙ্গবে নিরবতা।


আশ্বিন মাসে শিউলী বকুল মালা গাঁথি ফুলে,
নীল আকাশের বুকে পূর্ণিমার চাঁদ জোছনা ঢালে,
বন্ধুর কোলে মাথা রাখব বিধি লিখেনি কপালে,
শয়নে স্বপনে জাগরণে ধ্যানে আশাগুলো বিফলে।


কার্ত্তিকে গাভির দুধে করলাম ছানা মাখন তৈরি,
হেমন্তিকা দ্বীপ জ্বালিয়ে আঁধার নিশি করে আলো,
জোনাকীরা মিটি মিটি অচেনাকে পথ দেখালো,
আসবে বলে প্রাণের বন্ধু পড়ি জঙ্গলী ছাপা শাড়ী।


অগ্রায়ণে নতুন আমন ভাজলাম ভিন্নি ধানের খৈ,
চিড়া মুড়ি সাথে আরো ছিঁকায় পাতলাম দই,
পাহাড় সমান কষ্টের পাথর শুধু নিথর হয়ে রই,
বুকের খাঁচার পরাণ পাখি সোনা বন্ধু মোর কই।


পৌষ মাসে খেঁজুর রসে নতুন নতুন কত পিঠা,
রাত দুপুরে জেগে জেগে ভাবি যখন বন্ধুর কথা,
বাঁলিশটাকে ফেলে দিয়ে বন্ধুর বুকে লুকাই মাথা,
ভুলে গেলাম পৃথিবী শুনলাম মুখের বুলি মিঠা।


মাঘ মাসে শীতের জ্বালা শিমুলের লেপ গায়,
হিমেল হাওয়ায় কাঁপে হৃদয় প্রাণে জাগে শিহরণ,
ঠান্ডা বরফ তুষারে হয় বুকে শৈত্যপ্রবাহ বর্ষণ,
একলা কি আর নিদ্রা আসে বুঝানো যে দায়।


ফাগুনে বসন্ত এলো প্রকৃতি নতুন সাঝে রঙিন,
পুষ্প কলি প্রস্ফুটিত কানন লাল শিমুলের বন,
দোল পূর্ণিমায় হলি খেলতে নাই যে প্রিয়জন,
যৌবন জোয়ার অঙ্গে বইছে বেঁচে থাকা কঠিন।


চৈত্র মাসে ছাতি ফেটে প্রেম পিপাসায় কাতর,
তুষের অনল নিভাতে ঢালি সপ্ত সাগর জল,
নয়ন জলে বুকে মলিন হয়েছে চোখের কাজল,
ইটের ভাটার কয়লার মত জ্বলে এই অন্তর।


ভাগ্যলিপি দিল বিধাতা শুধু দুঃখের লিখন,
শুকনো পাতার মর্মর ধ্বনি মরু উদ্যান কঠিন,
তিলে তিলে সাজানো অভাগীর স্বপ্নগুলো রঙিন,
বারো মাসের যত পাবন দুঃখে কাটে জীবন।