এসো গো সখা তুমি দেখো দুটি নয়ন মেলে,
চিনতে পারবে কি না ভাসিয়েছ আখিজলে।
তেমনি আছি সখা ছিনু গো যেমন আঁখিতে,
বাঁধো গো দৃঢ় করে তোমারই সোনার রাখিতে।
পাষাণে হৃদয়ে তুমি জ্বেলেছ দু'চোখে আগুন,
তাইতো থমকে দাঁড়ালো মিলনে বসন্ত ফাগুন।
হেরেছি আমি জিতেছে কেবল অলীক কল্পনা,
দিয়েছি ভূবন জলাঞ্জলি শত জনমের জল্পনা।


অবাক হয়ে চন্দ্র সূর্য স্তব্ধ হয়েছে মুক্ত বাতাস,
ঝর্ণাধারা উল্টোগতিতে রং হারালো আকাশ।
সাগর নদী হারায়ে গতি মরু বালুভূমির চর,
চাতকীর লুকানো বেদনা কাটেনা বিরহ প্রহর।
প্রতি দিগন্তে তোমাকে দেখি পাই ক্ষণে ক্ষণে,
ডাকছি দিবা নিশি প্রতিটি শিহরনের অনুরণে।
নয়ন জল শুকিয়ে আজ নিরব মুখে বোবা ভাষা,
অগ্নিশিখার দাবানলে দগ্ধ বুকে জীবনের আশা।


মানব জনম ধন্য আমার শুধু মধুর অভিষারে ,
লক্ষ জন্মে আসি গো যেন তোমারই হৃদদ্বারে।
স্বপ্ন জগতে যা ছিল অতীত অব্যক্ত কত কথা,
দেখো আজ শিয়রে তোমার মানসী প্রীতিলতা।
হাত ছুঁয়ে অনুভবে পাও কি সে পরশ দোলা,
এখনও কি হৃদয় বন্ধনে বাঁধ প্রেমের ভেলা।
মনের দরজা খোলে অপেক্ষাতে দাড়িয়ে একা,
মরু নদী পর্বত শৃঙ্খল ভেঙ্গে এসো গো সখা ।