আনন্দের ইফতার
তোফায়েল আহমেদ টুটুল


সারাদিন রোজা শেষে ইফতারের আয়োজন,
আল্লাহ ফেরেস্তাদের নিয়ে জানায় অভিনন্দন।
মোনাজাতে রোজাদার বান্দার হাত উত্তোলন,
কবুলের জন্য আমিন আমিন বলে ফেরেস্তাগন।
খেজুর মিষ্টান্ন হরেক স্বাধের ফলমুল সাজিয়ে,
অনুগত বান্দা থাকে হুকুমের অপেক্ষা নিয়ে।


আল্লাহ বলেন কেন সবুর করছে সামনে পেয়ে,
মাবুদের সন্তুষ্টি অর্জনে ফেরেস্তা উত্তর দিয়ে।
দানাপানি স্পর্শ করেনা সংযমে আপনার ভয়ে,
আদেশ পালন করবে আযানের ধ্বনি পেয়ে।
সৃষ্টির পূর্বে বলেছিলে বিবাদ করবে ইনসান,
অথচ আজ হুকুম পালনে তারা মর্যাদা মহান।


ফেরেস্তা তখন ভুল স্বীকার করে থাকবে নিশ্চুপ,
দেখেনি কখনো কভু বান্দা অদৃশ্য খোদার রুপ।
ক্ষমা করিলাম জীবনে যত বান্দার পাপ অপরাধ,
স্বাক্ষী থাক সকলে ও দিয়ে দাও এই সুসংবাদ।
সংযমের মনের ইচ্ছা পূর্ণ করিব যত রোজাদার,
রহিম রহমান দয়ালুর নিকট আনন্দের ইফতার।