আমলনামা
তোফায়েল আহমেদ টুটুল


জবানের হেফাজত করিবে সদা সত্য বলে,
আশ্রয় গ্রহন করিবেনা কভু মিথ্যার কোলে।
পক্ষপাত লোকসমাজে সর্বদা ন্যায়ের দলে,
জীবনকে বিসর্জন করনা অন্যায়ের কবলে।
অভাবে স্বভাব নষ্ট হয় থাকতে হবে সচেতন,
হালাল হারাম উপার্জন সঠিক পন্থা নির্ধারণ।
বিবেক জাগ্রত রেখে ভাল মন্দ কর নির্বাচন,
দুনিয়াতে বাঁচার জন্য একমাত্র অবলম্বন।


কর্ম যদি ভাল কর আমলনামায় থাকবে,
পূণ্যের বিনিময়ে প্রতিদান বিচারে পাবে।
কার্যাবলী মন্দ হলে লিপিবদ্ধ রয়ে যাবে,
লজ্জায় অপমানিত সেথা পাপে শাস্তি হবে।
পরম করুণাময় বলবে পাঠ কর কিতাব,
তুমিই যথেষ্ট গ্রহণ করিতে তোমার হিসাব।
পথভ্রষ্ট হলো যারা নিজেরাই দিবে জবাব,
সঠিক পথে নিজেকে পরিচালনার অভাব।


সৎপথে গমনকারী করেছে নিজের মঙ্গল,
বিচার দিবসে উপস্থাপিত হবে আমল সম্বল।
আল্লাহর পক্ষ থেকে গ্রহীতা উপহার সকল,
অফুরন্ত সুখের জান্নাতে শান্তির আবাসস্থল।
পৃথিবীতে মানব জীবন বিধাতার শ্রেষ্ঠ দান,
ইহকাল ও পরকালে করিতে মুক্তির সন্ধান।
ক্ষণস্থায়ী অস্তিত্বের শিকড়ে হবে সাবধান,
আমলনামা বিরুদ্ধে গেলে মুশকিলে ইনসান।