এলোমেলো ভালবাসা
তোফায়েল আহমেদ টুটুল


আরো কাছাকাছি এসো বুকের ভিতর,
ভালবেসে কাটিয়ে দেই প্রতিটি প্রহর।
সোহগে আদরে প্রেম জীবনে মরণে বাঁধা,
শ্রী কৃষ্ণের মনের বৃন্দাবনে শ্রীমতি রাধা।
দুই চোখে তুমি যদি দৃষ্টি রাখ একবার,
জনমে জনমে স্বাধ জাগে বেঁচে থাকার।
তৃষিত হৃদয় সুখের সরোবরে হয় স্নাত,
পাশে এসে কাছে বসে ধরলে দুটি হাত।


শুনতে কি পাও বল হৃদয়ের করুণ আহ্বান,
সুরের ঝংকার ছন্দ তুলে মন বীণার গান।
গানে গানে তোমাকে খুঁজে ফিরি কত,
আলেয়া ভেবে মরিচিকার পিছু অবিরত।
তোমার নামে জীবন দিয়েছি যে লিখে,
আত্মার পরম আত্মীয় নয়ন মনি চোখে।
তুমি যে আমার জীবনের শ্রেষ্ট উপহার,
প্রাণের স্পন্ধনে দিল বেঁধে ঐ কর্মকার।


নিঃশ্বব্দ চর‌ণে মি‌লি‌য়ে যা‌চ্ছে প্র‌তি‌টি প্রহর,
মহাকা‌লের অতল গহী‌নে নিরবে বহে ঝড়।
ধোঁয়া‌টে মে‌ঘের অাড়া‌লে পুর্নচাঁদের ম‌লিন,
বিরহের বিবর্ণ রাত জা‌নি ফুরা‌বে একদিন।
ভীষম কষ্টের প্রহরগু‌লো ভোরের অন্তরায়,
বিভিষিকার কালো আধার ঊষাতে পালায়।
কতটুকু দুঃখ পেলে ভবে সুখ পাওয়া যায়,
এলোমেলো ভালবাসা বেঁচে থাকা দায়।