একাকী আমি
তোফায়েল আহমেদ টুটুল


জীবনে প্রথম বসন্ত ফাগুনে ভালবাসার দাবী,
আমার হৃদয়ের ক্যানভাসে একেছিলাম ছবি।
ভাবনার তরঙ্গে ভাসাই মনের আনন্দ ভেলা,
উজান ভাটির সনে স্রোতের প্রতিকুলে খেলা।
প্রেমের মাঝি আমি বৈঠা হাতে বাদাম তুলে,
রঙিন পাল উড়ালাম বিশ্বাসের শক্ত মাস্তুলে।


অদৃষ্টে বিধির লেখা ভাঙ্গে যদি সুখের স্বপন,
হৃদয় ভরা প্রেমের কেন বুকেতে জ্বলে দহন।
দুইটি জীবন যখন ভালবেসে পৃথিবীর বুকে,
সুরে সুরে কাছে এল স্বপ্ন সাজিয়ে দুচোখে।
নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে জীবন আধার,
ভাগ্য কেন এমন নিয়ম নীতি কোন বিধাতার।


এমন পোড়া কপাল আমার জোড়া নাহি লয়,
নয়ন সাগর শুকিয়ে বুকে বেদনা বালু চর হয়।
প্রেম শিখিয়ে বন্ধুয়া অন্তর পুড়ে করে কয়লা,
এমন আপন কোথায় পাব যে বুঝিবে জ্বালা।
দুই নয়নের অশ্রুধারা মুছার নেই কোন স্বজন,
আমি ছাড়া কেউ নাই দুঃখে আমার পরিজন।