আজ শুক্রবার
তোফায়েল আহমেদ টুটুল


আজ শুক্রবার
বরযাত্রীর চলে গাড়ী সাজানো সুন্দর,
নব বধূ জীবন সঙ্গী ভাবছে কেবল বর।
দুটি মনের মধুর মিলন স্বপ্ন সুখের ঘর,
ভালবাসার ফুলশয্যায় রাঙানো অন্তর।
বিয়ের পালকীতে কন্যার বুকের কল্পনা,
স্বপ্নের মাধুরী দিয়ে ধরণীতে স্বর্গ রচনা।
মমতার সেতু বন্ধনে নতুন সংসার সূচনা,
প্রেম ভালবাসা পুজারী জীবনের সাধনা।


আজ শুক্রবার
সানাইয়ের সুর কারো জীবন বেদনা বিধূর,
হৃদয় প্রণয় ছিন্ন আপন মানুষ দূর বহুদূর।
ক্ষত বিক্ষত রক্তঝরা ভাঙ্গে বুকের পাঁজর,
অনির্বাণ অগ্নিশিখা জ্বলছে পৃথিবী ধূসর।
নিভে গেল জগত প্রদীপ জীবনের আশা,
উষ্ণ মরু কুয়াশার চাদর মিথ্যে ভালবাসা।
জীবন তরী সমুদ্রের অতলে তরঙ্গ হতাশা,
বুকের শহর উলট পালট বাঁচিবার নিরাশা।


আজ শুক্রবার
মসজিদ মিনারে আযান দিল পবিত্র জুম্মার,
চৌদিকে মুয়াজ্জিনের সুর আল্লাহু আকবার।
মুসলমানের একমাত্র তাগিদ নামাজ পড়ার,
প্রভুর ইবাদতে অগ্রসরে ত্বরা মুমিন বান্দার।
দুনিয়ার মোহ ত্যাগ করিয়া মসজিদের পথে,
আল্লাহর আদেশ পালনে চড়িল ঈমান রথে।
কল্যাণ কামনায় মুক্তির আশায় আখেরাতে,
জুম্মার নামাজ আদায় করে জামাতের সাথে।