আধুনিক বর্বরতা
তোফায়েল আহমেদ টুটুল


সভ্যতার যুগে এল চিল শকুনের দল,
অসভ্য ইতর প্রাণী, গায়ে নেই কোন বল।
প্রকৃতির রহস্য ভেদে উঠিল শক্তি জাগি,
এক হাড় জুটায়ে দশ কুকুরের ভাগাভাগি।
বাসি পঁচা খায় সর্বদা তবুও ভাবে সেরা,
কিল গুতো খেয়ে সমাজ রাষ্ট্রে ক্ষমতা ভরা।
যোগ্যতার সাহসে হাড্ডি করবে শুধু তার,
এর চেয়ে বুঝি পশুর স্বভাব উত্তম চমৎকার।


ফুটবল ক্রিকেট মাঠে খেলোয়ার যত খেলায়,
প্রতিপক্ষকে পরাজিত করে ট্রফি জিতে পায়।
তুমুল লড়াই দন্ধ চলে প্রতিটি খেলার মাঝে,
দর্শক জনতার আবেগ আনন্দে জয়ধব্বনী বাজে।
আজকাল খেলায় অংশগ্রহনে চায়না প্রতিপক্ষ ,
খেলে নয় জোরপূর্বক ট্রফি জিতার ক্ষমতায় দক্ষ।
গ্যালারীতে দর্শকের হাততালির কি প্রয়োজন?
সাজানো মাঠে পক্ষ বিপক্ষ সুন্দর আয়োজন।


কাকে নাকি খায়না কভু কাকের মাংস পেলে ,
শিয়াল কুকুর বন্য প্রাণী যত থাকে কাকের দলে।
সভ্য প্রাণী মানুষ ,ভাঙ্গে প্রকৃতির নিয়মের শিকল,
বর্বর হায়েনা জানোয়ার কতক কাপুরুষের দল।
কথায় কাজে ন্যয় অন্যায় ভাবে,কোথা পাবে খুজে?
সত্য মিথ্যার সাদা কালো পর্দা, কে বল আর বুজে?
ক্ষুধার্ত বাঘের ন্যায় হিংস্র থাবাতে শিকাড় ধরে,
সমাজের সর্বস্তরে মানুষ হয়ে মানুষকে খুন করে।


রক্তের গন্ধে নাক কুচকাবে! দারুণ হলি খেলে,
পৃথিবীটা আজ মহাশশ্মান, লাশের উৎসব চলে।
সকাল বিকাল শ্রাদ্ধ আয়োজন পরিবার পরিজনে,
হত্যা যজ্ঞের তান্ডব লীলা আর্তনাদ বুকে গোপনে।
বিচার পাবে ভাবে আদালতে ,কাঁদে দ্বারে দ্বারে,
জজ সাহেবের রায় নয়, বেঁচে থাকা মুশকিল পরে।
বাকশক্তি হারিয়ে বোবা ,নাশিল থাকেনা কোন আর,
মানব জাতি মহাসুখী, ধরণীতে আধুনিক সভ্যতার।


বন্য প্রাণীরা বাস করে বনে স্বজাতি সকলে মিলে,
সভ্যতার যুগে মানুষ আজ, থাকবে কি পশুদের দলে?
আপন স্বার্থে সর্বদা সঠিক, কর্ম কান্ড ভাবে উত্তম,
ব্যঘাত ঘটলে, আক্রোশে ফেটে পড়ে কেবলি ধম।
সততার রাজত্বে ,সিংহসনে বসে মর্যাদার বিকাশ,
কুৎসিত ষড়যন্ত্র, হত্যা করবে গোপনেই চলে সর্বনাশ।
বিষাক্ত নাগীনের যত বিষ আজ মানুষের অন্তবে ঢুকে,
বন্য প্রাণীর হিংস্র আচরণ, আধুনিক বর্বরতার যুগে।