আবেদন
তোফায়েল আহমেদ টুটুল


হৃদয়ে অনুভবে অস্থিত্বে শুধু আছ তুমি,
    প্রেম করিলাম তোমার সাথে,
        দৃঢ় বিশ্বাসে বাঁধি দিবা রাতে,
           আত্মার পরম আত্মীয় শান্তিতে,
সকলি তোমার ইচ্ছাতে আমি করুণাকামী।


মনের দুঃখ বেদনা বলিব তোমার দ্বারে,
    চাওয়া পাওয়া কত রয়েছে প্রাণে,
      আরাধনা উপাসনায় সর্বদা ধ্যানে
         পরিপূর্ণ হবে সাক্ষাতের আলিঙ্গনে,
দয়াময় প্রভু দাও সকল পাপ মার্জনা করে।


আমার প্রতি ভালবাসা যদি থাকে দয়াল,
     নির্জনে এসে দেখা দাও গোপনে,
        বিরহে কাঁদি তোমার অভিমানে,
           আল্লাহ ঈশ্বর হরি বিধাতা জানে,
ধন্য হবে দীদার পেলে এই অধম কাঙ্গাল।  
  
মুমিন মুসলমান হইতে চাইনা আমি,
       তোমারে না পাওয়ার পথে,
         আমার জীবন দেহ রথে,
          সোয়ারী হও তোমার মতে,
তুমি নিবে যেখানে সেখানে যাব আমি।


দূলোকে ভূলোকে লুটে পড়ি তোমার চরণে,
      অনন্ত অসীম অবিনশ্বর তুমি,
         রহিম রহমান প্রভু অন্তরযামী,
              মহান পরিচালক জগতস্বামী,
সরল সঠিক পূণ্য পন্থার আকুল আবেদনে,